অবস্থা ক্রমেই সংকটজনক হচ্ছে সৌমিত্রের

দ্য কোয়ারি ডেস্ক: ক্রমেই অবস্থা সংকটজনক হচ্ছে বিশিষ্ট অভিনেতা সৌমিত্র চট্টোপাধ্যায়ের। ভালো নেই এই প্রবীণ অভিনেতা।

মঙ্গলবার সকালে হাসপাতাল সূত্রে জানানো হয়েছে, প্রবীণ এই অভিনেতার একের পর এক অঙ্গ এবার নাকি বিকল হতে শুরু করে দিয়েছে। যদিও মেডিকেল বোর্ড এখনও এই মর্মে কোনও বার্তা দেয়নি।

তবে তাঁর কিডনি কাজ করছেন না বলে যেমন জানা গিয়েছে তেমনি তাঁর শরীরে সোডিয়াম ও পটাশিয়ামের তারতম্যও নাকি চিকিত্সমকদের চিন্তা বাড়িয়েছে। এমনকি তিনি এখন অচেতন অবস্থাতেই ভেন্টিলেশনে রয়েছেন বলেই জানা গিয়েছে।

জানা গিয়েছে, সোমবার রাতেই ভেন্টিলেশনে দেওয়া হয়েছে সৌমিত্র চট্টোপাধ্যায়কে। তাঁর দেহের স্নায়ুতন্ত্র ঠিক মতো কাজ করছে না। বিশেষ করে মস্তিষ্কের স্নায়ু প্রায় অচল হয়ে গিয়েছ।

তবে তাঁর হার্ট, কিডনি, ফুসফুস স্বাভাবিকভাবে সোমবার রাতেও কাজ করছিল বলে জানিয়েছিল তাঁর চিকিত্সাার দায়িত্বে থাকা মেডিকেল বোর্ড।

কিন্তু মঙ্গলবার সকালে হাসপাতাল সূত্রে জানা গিয়েছে, করোনা এনসেফ্যালোপ্যাথির সংক্রমণ বেড়েছে সৌমিত্র চট্টোপাধ্যায়ের শরীরে। সৌমিত্রবাবুর চেতনাও কমে গিয়েছে। শরীরে বেড়েছে ইউরিয়া আর সোডিয়ামের মাত্রা। ইমিউনোগ্লোবিন এবং স্টেরয়েড দিয়ে একটা সময় পরিস্থিতির কিছুটা উন্নতি হলেও তা দীর্ঘস্থায়ী হয়নি।

সোমবার রাত থেকেই বেশি মাত্রায় অক্সিজেন দিতে হচ্ছে প্রবীণ অভিনেতাকে। কিডনি অচল হয়ে যাওয়ায় তাঁর শরীর থেকে জলীয় দূষিত পদার্থের নিষ্ক্রমণ স্বাভাবিক হচ্ছে না।শরীরে ক্রিয়েটিনিন বেড়ে চলেছে। মস্তিষ্কের সাড়াও সেভাবে মিলছে না।

স্নায়ু ক্রমশ অচল হয়ে পড়ার আশঙ্কা দেখা দিয়েছে। গ্লাসগো কোমা স্কেল অনুযায়ী, মস্তিষ্কের স্নায়ুর সাড়া দেওয়ার সূচক ৮-র কাছাকাছি। একই সঙ্গে এদিন বেলার দিকে হাসপাতাল সূত্রে জানা গিয়েছে যে, সেকেন্ডারি নিউমোনিয়াতে আক্রান্ত হয়েছেন সৌমিত্র চট্টোপাধ্যায়। একদিকে স্নায়ুরোগের সমস্যা, তারই সঙ্গে ভাবাচ্ছে রক্তচাপ।

সৌমিত্র চট্টোপাধ্যায়ের শারীরিক পরিস্থিতি অত্যন্ত সংকটে বলে জানিয়েছে হাসপাতাল কর্তপক্ষ। হাসপাতাল সূত্রে খবর, অভিনেতাকে ভেন্টিলেশনে রাখা হয়েছে। এ দিন ইনটিউবেট করা হয় সৌমিত্র চট্টোপাধ্যায়কে। তাঁর শরীরের শ্বাসের ঘাটতি থাকায় ইনটিউবেট করা হয় তাঁকে।

নিউমোনিয়া উপসর্গের পাশাপাশি প্লেটলেট কাউন্টও খুবই কমে গিয়েছে। করোনামুক্ত হলেও বার্ধক্য ও শরীরের কো-মর্বিডিটির কারণে শারীরিক উন্নতি বাধাপ্রাপ্ত হচ্ছে বলে দাবি চিকিৎসকদের।

তাঁর শারীরিক পরিস্থিতি বুঝেই ভেন্টিলেশনে রাখার সিদ্ধান্ত নেওয়া হবে বলে খবর। এ নিয়ে পরিবারের সঙ্গেও পরামর্শ করেছে মেডিক্যাল বোর্ড।

সম্পর্কিত পোস্ট