লকডাউন না মানলে প্রয়োজনে জারি কার্ফু, রাজ্যকে নির্দেশ কেন্দ্রের
দ্য কোয়ারি ওয়েবডেস্কঃ লকডাউন ঘোষনা করার পরেও যদি সাধারন মানুষের রাস্তায় নামার প্রবনতা না কমে তবে প্রয়োজনে কারফিউ জারি করার পরামর্শ দিয়েছে কেন্দ্রীয় সরকার।
স্বরাষ্ট্র মন্ত্রকের তরফে ইতিমধ্যেই এই নির্দেশিকা এই রাজ্য সহ প্রায় প্রতিটি রাজ্য সরকারকে পাঠানো হয়েছে বলে নবান্ন সূত্রে জানা গিয়েছে।
পরিস্থিতির দ্রুত পর্যালোচনা করে সেই অনুযায়ী ব্যবস্থা নিতে রাজ্য সরকারগুলিকে নির্দেশ দেওয়া হয়েছে।
আরও পড়ুনঃ #coronavirusindia : একনজরে কেন্দ্রের গৃহীত দশটি পদক্ষেপ
উল্লেখ্য এই রাজ্যে ইতিমধ্যেই আগামী ৩১ তারিখ পর্যন্ত সম্পূর্ন লকডাউন করার কথা ঘোষনা করা হয়েছে।
এদিকে দেশে করোনায় আরও একজনের মৃত্যু হয়েছে। মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ১০-এ। আক্রান্ত ৫১১ জন। এরমধ্যে পশ্চিমবঙ্গেও করোনায় ১ জন প্রাণ হারিয়েছেন। এরাজ্যে আক্রান্ত এখনও পর্যন্ত ৯ জন। ভারতে লাফিয়ে লাফিয়ে বাড়ছে আক্রান্তের সংখ্যা।
এই পরিস্থিতিতেও বিভিন্ন জায়গায় রাস্তায় মানুষকে নামতে দেখা গিয়েছে। লকডাউনকে ছুটির দিন ভেবে চায়ের দোকানে আড্ডা দিতে, এমনকি রাস্তায় ক্রিকেট খেলতেও দেখা গিয়েছে। এই ছবি কলকাতা থেকে জেলায় বহু জায়গায় ধরা পড়েছে। বহু জায়গায় পুলিস লাঠিপেটা করে রাস্তা ফাঁকা করে।
আরও পড়ুনঃ #coronavirusindia : একগুচ্ছ অর্থনৈতিক পদক্ষেপ কেন্দ্রের
উল্লেখ্য, ইতিমধ্যেই মহারাষ্ট্র, পঞ্জাব ও পুদুচেরীতে কার্ফু জারি করা হয়েছে।
প্রসঙ্গত,চীনের হুবেই প্রদেশ থেকে লকডাউন ৮ই এপ্রিল প্রত্যাহার করা হবে। উহান বা হুবেই প্রদেশ থেকে পরপর পাঁচ দিন নতুন ক’রে কোনো সংক্রমণের খবর না মেলায় এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। উল্লেখ্য উহান থেকেই নোভেল করোনা সংক্রমণ ছড়িয়ে পড়ে।
গোটা বিশ্বে করোনা সংক্রমণে মৃতের সংখ্যা ১৫ হাজার ছাড়িয়েছে। সরকারি সূত্রে জানানো হয়েছে, এ’পর্যন্ত ১৫ হাজার ৮৭৩ জনের। মৃতের সংখ্যা সবচেয়ে বেশি ইতালিতে। প্রায় ৬ হাজার ছাড়িয়েছে। এরপর চীনএ-৩ হাজার ২৭০। ফ্রান্সে মৃত ৮৬০ জন এবং ব্রিটেনে ৩৩৫ জন।