অশনি : ফসলের ক্ষয়ক্ষতি আটকাতে দক্ষিণবঙ্গের কৃষকদের একগুচ্ছ পরামর্শ
দ্য কোয়ারি ওয়েবডেস্কঃ ওড়িশা নয় বাংলা মুখী হতে চলেছে ঘূর্ণিঝড় অশনি। এ রাজ্যের প্রশাসন ও সাধারণ মানুষের আশঙ্কা বাড়িয়ে এই সতর্কতাবাণী শুনিয়ে দিয়েছে আলিপুর আবহাওয়া দফতর। এই ঘূর্ণিঝড়ের প্রভাবে ঝড়বৃষ্টি হবে। দুর্যোগ চলবে সারা সপ্তাহ ধরেই। এই পরিস্থিতিতে রাজ্যের কৃষকদের জন্য কৃষি দফতরের তরফে একটি নির্দেশিকা জারি করা হয়েছে। তাতে দুর্যোগে ফসলের ক্ষয়ক্ষতি আটকাতে মূলত দক্ষিণবঙ্গের কৃষকদের একগুচ্ছ পরামর্শ দেওয়া হয়েছে।
অশনি : ফসলের ক্ষয়ক্ষতি আটকাতে পরামর্শ
সরকার জানিয়েছে, আবহাওয়া দফতরের পূর্বাভাস অনুযায়ী আগামী ১০ থেকে ১৩ মে গাঙ্গেয় পশ্চিমবঙ্গের জেলাগুলিতে বজ্রবিদ্যুৎসহ বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। তাই যত দ্রুত সম্ভব মাঠের পাকা ধান কেটে ফেলতে হবে কৃষকদের। প্রয়োজনে তাঁদের যন্ত্রের সাহায্য নিতে হবে। ধান কেটে ঝেড়ে দ্রুত গুদামজাত করতে হবে।
এছাড়া সবজি, তৈলবীজ, ডালশস্যের জমিতে জমা জল নিষ্কাশনের ব্যবস্থা করা দরকার। দুর্যোগের পর ছত্রাক জন্মে শস্যের যাতে ক্ষতি না হয় তার জন্য আগে থেকে ছত্রাকনাশকের ব্যবস্থাও করে রাখতে বলা হয়েছে।
আখ গাছের জন্য বিশেষভাবে সতর্ক করেছে কৃষি দফতর।
বলা হয়েছে আখ গাছকে দু-তিনরকম উচ্চতায় সারির একপ্রান্ত থেকে অন্যপ্রান্ত পর্যন্ত প্যাঁচ দিয়ে আখের পাতা দিয়েই বেঁধে দিতে হবে। তাহলে গাছের ক্ষতি হবে না। পেঁপে, কলাজাতীয় গাছের যাতে ঝড়ে ক্ষতি না হয় সেই ব্যবস্থাও করতে বলেছে কৃষি দফতর। সবজির মাচা, পানের বরজেও শক্ত করে বাঁধার ব্যবস্থা করতে হবে।
এছাড়া দক্ষিণবঙ্গের কৃষকরা যাতে সবসময় আবহাওয়ার খবরের দিকে নজর রাখেন, হাওয়া অফিসের পরবর্তী বুলেটিনগুলি দেখে ব্যবস্থা গ্রহণ করেন, সেই নির্দেশও দেওয়া হয়েছে। কৃষি সংক্রান্ত যে কোনও সমস্যায় নিকটবর্তী কৃষি অফিসে যোগাযোগ করতেও বলা হয়েছে তাঁদের।