‘অশনি’র জেরে দক্ষিণবঙ্গে দুর্যোগের পূর্বাভাস , ৮ জেলায় মোতায়েন বিপর্যয় মোকাবিলা বাহিনী
দ্য কোয়ারি ওয়েবডেস্কঃ বঙ্গোপসাগরে সৃষ্ট ঘূর্ণিঝড় ‘অশনি’র জেরে দক্ষিণবঙ্গে দুর্যোগের পূর্বাভাসের প্রেক্ষিতে দক্ষিণবঙ্গের জেলাগুলিতে ১২টি বিপর্যয় মোকাবিলা দল মোতায়েন করা হয়েছে। পূর্ব মেদিনীপুরে ২টি, পশ্চিম মেদিনীপুরে ১টি, কলকাতায় ২টি, উত্তর ও দক্ষিণ ২৪ পরগনায় ২টি করে, হাওড়ায় ১টি, হুগলিতে ১টি এবং নদিয়ায় ১টি বিপর্যয় মোকাবিলা দল মোতায়েন করা হয়েছে।
দক্ষিণবঙ্গে দুর্যোগের পূর্বাভাস
যেকোনো রকম পরিস্থিতি মোকাবিলায় প্রয়োজনীয় সরঞ্জামসহ ওই দলগুলি প্রস্তুত রয়েছে বলে প্রশাসনিক সূত্রে জানানো হয়েছে।এছাড়া দুর্যোগ মোকাবিলার প্রস্তুতিতে লালবাজারেও খোলা হয়েছে কন্ট্রোলরুম। ২৪ ঘণ্টার কন্ট্রোলরুম রয়েছে কলকাতা পুরসভা এবং নবান্নেও। ঘূর্ণিঝড়ের জেরে কোথাও কোনও বিদ্যুতের খুঁটি উপড়ে গেলে, তার ছিঁড়ে গেলে তা জানানোর জন্য রাজ্যের বিদ্যুৎ দফতরেও আলাদা কন্ট্রোলরুম খোলা হয়েছে।
কিছুদিন আগে রাজ্যের মুখ্যসচিব হরিকৃষ্ণ দ্বিবেদী সমস্ত জেলাশাসকের সঙ্গে বৈঠক করেছিলেন। ‘অশনি’ আসার আগেই সমস্তরকম সতর্কতামূলক ব্যবস্থা গ্রহণের কথা বলা হয়েছিল সেই বৈঠকে। সেই মতো মঙ্গলবার দক্ষিণবঙ্গের জেলাগুলিতে মোতায়েন করা হল এনডিআরএফের টিম।
আলুর দাম আকাশছোঁয়া , চন্দ্রমুখী হোক কিংবা জ্যোতি দামে ভিরমি খাচ্ছেন জনসাধারণ
এদিকে আসন্ন দুর্যোগের পূর্বাভাস ও বর্ষার মরশুমের কথা মাথায় রেখে বিদ্যুৎ সংক্রান্ত সমস্যার খবর আদানপ্রদান ও দ্রুত মেরামতির লক্ষ্যে আজ থেকে বিদ্যুৎ ভবনে একটি ২৪ ঘণ্টার কন্ট্রোল রুম খোলা হয়েছে। ৫ই নভেম্বর,২০২২ পর্যন্ত এই কন্ট্রোল রুম খোলা থাকবে।
বিদ্যুৎ মন্ত্রী অরূপ বিশ্বাস জানিয়েছেন, ঝড়-বৃষ্টিতে কোথাও যদি কোনও বিদ্যুতের তার ছিঁড়ে যায়, পোল পড়ে যায় বা ট্রান্সফর্মার বিকল হয়,সরাসরি কন্ট্রোল রুমে ফোন বা হোয়াটস অ্যাপের মাধ্যমে তা জানানোর ব্যবস্থা করা হয়েছে। ওই কন্ট্রোল রুমের নম্বর : 8900793503 / 8900793504।