ঝাড়খণ্ডের দিকেই ঘুর্ণিঝড় ‘যশ’ এর অভিমূখ

দ্য কোয়ারি ওয়েবডেস্কঃ শক্তি বাড়িয়ে স্থলভাগের দিকে ধেয়ে আসছে ঘুর্ণিঝড় যশ। উপকুলে যশ আছড়ে পড়ার আগেই বইতে শুরু করেছে ঝড়ো হাওয়া। চুড়ান্ত সতর্কতা পুর্ব মেদিনীপুর এবং দক্ষিণ ২৪ পরগণা জেলায়।

মৌসম ভবনের অনুমান বুধবার সকালেই আছড়ে পড়বে যশ। পুর্ব মেদিনীপুর এবং দক্ষিণ ২৪ পরগণায় এর গতিবেগ হতে পারে ১০০ থেকে ১২০ কিলোমিটার। সর্বোচ্চ গতিবেগ হতে পারে ১৪৫ কিলোমিটার প্রতি ঘন্টা। এছাড়াও ৮০ থেকে ৯০ কিলোমিটার বেগে ঝড় বইতে পারে পশ্চিম মেদিনীপুর, ঝাড়্গ্রাম এবং উত্তর ২৪ পরগণায়।

কলকাতা, হাওড়া, হুগলী, নদীয়া এবং পুর্ব বর্ধমান জেলায় ঝড়ের গতিবেগ হতে পারে ৬০ থেকে ৮০ কিলোমিটার প্রতি ঘন্টা। মুর্শিদাবাদ এবং মালদহে গতিবেগ হতে পারে ৬০ থেকে ৭০ কিলোমিটার প্রতি ঘন্টা। অনুমান মৌসম ভবনের।

শুরু থেকেই আবহাওয়াবীদরা জানাচ্ছিলেন পশ্চিমবঙ্গে ব্যাপকভাবে পড়তে পারে ঘুর্ণিঝড় যশ এর প্রভাব। কিন্তু আবহাওয়া দফতরের খবর, ঝড়ের অভিমূখ রয়েছে ঝাড়খণ্ডের দিকে। ফলে ক্ষতিগ্রস্ত হতে পারে দুই মেদিনীপুর, পুরুলিয়া এবং বাঁকুড়া।

সম্পর্কিত পোস্ট