কলকাতা থেকে ১০৭৫ কিলোমিটার দক্ষিণ-পূর্বে রয়েছে আম্ফান, জারি হলুদ সতর্কতা
দ্য কোয়ারি ওয়েবডেস্কঃ দক্ষিণ-পূর্ব বঙ্গোপসাগরের উপর সৃষ্ট অতি প্রবল ঘূর্ণিঝড় আম্ফান আগামী ২৪ ঘণ্টায় আরো ভয়ঙ্কর রূপ নেবে। এই মুহূর্তে ঝড়ের গতিবেগ ঘন্টায় ১৮০ থেকে ১৯০ কিলোমিটার।
এটি বর্তমানে ওড়িশার পারাদ্বীপ থেকে ৭৯০ কিলোমিটার দক্ষিনে এবং দীঘা থেকে ৯৪০ কিলোমিটার দক্ষিণ-পূর্বে অবস্থান করছে। কলকাতা থেকে এটি ১০৭৫ কিলোমিটার দক্ষিণ-পূর্বে রয়েছে।
বুধবার দুপুরের দিকে দীঘা ও বাংলাদেশের হাতিয়ার মাঝামাঝি স্থলভাগে সেটি প্রবেশ করবে।
ওড়িশা সরকার ইতিমধ্যেই সতর্কবার্তা জারি করে দিয়েছে।
কবে নাগাদ ভয়ঙ্কর হতে চলেছে এই ঘূর্ণিঝড় ? আর কত গতিবেগ থাকবে এই ঘূর্ণিঝড়ের ঘন্টায় ?
সূত্রের খবর সোমবার থেকেই এই ঘূর্ণিঝড় ভয়ঙ্কর রূপ নেবে। ধীরে ধীরে এই ঘূর্ণিঝড় নিজের শক্তি ক্রমশ বাড়াবে। মঙ্গলবার ঘূর্ণিঝড়ের গতিবেগ পৌঁছবে ঘণ্টায় ১৭০ থেকে ২০০ কিলোমিটার এর কাছাকাছি।
ভারত থেকে ফিরলেন ১০৯০ বাংলাদেশি, থাকবেন ‘হোম কোয়ারেন্টাইনে’
এই ঘূর্ণিঝড় রাজ্যের দক্ষিণবঙ্গে ঝড় বৃষ্টির আবহাওয়া তৈরি করবে বলেই অনুমান করা যাচ্ছে। কারণ আলিপুর আবহাওয়া দপ্তর জানিয়েছে যে স্থলভাগে প্রবেশ করার পরই এই ঘূর্ণিঝড় তার শক্তি হারাবে।
আমাদের রাজ্যের কোথায় কোথায় দেখা যাবে এই ঘূর্ণিঝড়ের প্রকোপ ?
আলিপুর আবহাওয়া দপ্তর এর করা পূর্বাভাস অনুযায়ী অনুমান করা যাচ্ছে যে পশ্চিমবঙ্গের বিভিন্ন জায়গায় ভারী থেকে মাঝারি ধরনের বৃষ্টিপাত হবে কলকাতা, হাওড়া, হুগলি, মেদিনীপুর দুই ২৪ পরগণাতে।
এছাড়া দক্ষিণবঙ্গের আর সকল এলাকাতেও বৃষ্টিপাতের সম্ভাবনা থাকলেও সেই সকল জেলাগুলিতে তুলনামূলক কম বৃষ্টিপাত হবে বলে আশা করা যাচ্ছে।
আম্ফানের ফলে ওড়িশা ও পশ্চিমবঙ্গের সমুদ্র তীরবর্তী অঞ্চল গুলিতে প্রবল জলোচ্ছ্বাস হতে পারে। চাষের ব্যাপক ক্ষয়ক্ষতিও হতে পারে।
তবে এই ঘূর্ণিঝড় যখন উত্তর-পশ্চিম দিক থেকে উত্তর-পূর্ব দিকে বাঁক নেবে তখন তার ঠিক কতটা পরিমাণ গতিবেগ থাকছে এবং কত পরিমান শক্তি থাকছে তার ওপরই নির্ভর করছে সবকিছু।
এই ঘূর্ণিঝড়ের গতিবেগ অনুসারে অনুমান করা যাচ্ছে যে এই ঘূর্ণিঝড়টি উত্তর-পশ্চিম দিক থেকে উত্তর-পূর্ব দিকে বাঁক নেবে।