Malda Blust: মর্মান্তিক বিস্ফোরণে মৃত তিন বছরের শিশু, চাঞ্চল্য মালদায়

দ্য কোয়ারি ওয়েবডেস্কঃ মালদায় কালিয়াচকের এক বাড়িতে সিলিণ্ডার ফেটে যায়। ঘটনায় মৃত হয়েছে ৩ বছরের এক শিশু যার নাম তাবেরেজ শেক এবং এক গবাদি পশু। মৃতের পরিবারে রয়েছেন তার বাবা হাবিবুর শেখ ও মা চাঁদনি বিবি। তাবরেজরা দুই ভাই,সম্পর্কে তাবরেজ বড়।

সূত্রের খবর,সকালে বাড়ির উঠোনে তাবরেজ খেলা করছিল, সেইসময় এই বিস্ফোরণ ঘটে। বিস্ফোরণে তাবরেজের বাড়ির চাল উড়ে যায়,ধসে পড়ে দেওয়ালের একাংশ।
ঘটনাটি ঘটেছে কালিয়াচকের নয়াগ্রাম এলাকায়। বিস্ফোরণের পর স্থানীয় বাসিন্দা শিশু কে নিয়ে যায় গ্রামীণ হাসপাতালে। পরবর্তীতে তাকে মালদা মেডিকেলে স্থানান্তরিত করা হয়।
হাসপাতালের চিকিৎসক তাকে মৃত বলে ঘোষণা করলে মৃতদেহকে ময়নাতদন্তের জন্য মালদা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে রাখা হয়। শোনা যাচ্ছে,ঘটনাস্থলে কালিয়াচক থানার আইসি এবং মালদার ডেপুটি পুলিশ সুপারের নেতৃত্বে পুলিশ-বাহিনী জড়ো হয়েছে।

সম্পর্কিত পোস্ট