আরও কমল করোনায় আক্রান্তের সংখ্যা, কিন্তু মৃতের সংখ্যা প্রায় চার হাজার

দ্য কোয়ারি ওয়েবডেস্কঃ সোমবার আরও নিম্নমুখী দেশে দৈনিক করোনা আক্রান্তের সংখ্যা। গত ২৪ ঘন্টায় দেশে করোনা আক্রান্ত হয়েছেন ৭০,৪২১ জন। এই মুহুর্তে দেশে মোট কোভিড আক্রান্তের সংখ্যা ২ কোটি ৯৫ লক্ষ পার করেছে। প্রায় আড়াই মাস পর দেশে করোনা আক্রান্তের সংখ্যা সর্বনিম্ন।

বিহারের পর মৃত্যুর সংখ্যা নিয়ে পর্যালোচনা করছে মহারাষ্ট্র৷ সোমবার রাজ্যে করোনায় মৃতের সংখ্যা দাঁড়িয়েছে ২,৭৭১ জন। গত ২৪ ঘন্টায় মহারাষ্ট্রে কোভিড আক্রান্ত হয়েছেন ১০,৪৪২ জন।

স্বাস্থ্য মন্ত্রকের রিপোর্ট অনুযায়ী গত ২৪ ঘন্টায় দেশে করোনায় মৃত্যু হয়েছে ৩,৯২১ জনের। এই নিয়ে দেশে মোট মৃতের সংখ্যা দাঁড়াল ৩,৭৪,৩০৫ জন।

টানা ছয় দিন ধরে দেশে করোনার পজিটিভিটি হার ৫ শতাংশের নীচে। কমেছে সক্রিয় রোগীর সংখ্যা। এই মুহুর্তে দেশে সক্রিয় রোগীর সংখ্যা ৯,৭৩,১৫৮ জন।

তামিলনাড়ুতে গত ২৪ ঘন্টায় কোভিড হয়েছেন ভারতের ১৪,১০৬ জন। গত ২৪ ঘন্টায় মৃত্যু হয়েছে ২৬৭ জনের৷ কেরলে একদিনে কোভিড আক্রান্ত হয়েছেন ১১,৫৪৮ জন। মৃত্যু হয়েছে ১২৫ জনের।

কোভিড পরিস্থিতির কথা মাথায় রেখে ধীরে ধীরে লকডাউন শিথিল করতে শুরু করেছে দিল্লি সরকার। শুধুমাত্র দিল্লি নয় কোভিড নিয়ন্ত্রণে আসার পর থেকেই লকডাউন শিথিল করেছে বহু রাজ্য। তবে ২১ তারিখ অবধি কড়া লকডাউনের সিদ্ধান্ত নিয়েছে হরিয়ানা সরকার৷
করোনা পরিস্থিতিতে রাজ্যে ভুমিকা নিয়ে সরব হচ্ছে ত্রিপুরার অন্যান্য দলগুলি৷ সরকারী হাসপাতালে টাকা দিয়ে হচ্ছে টেস্টিং। এবিষয়ে সরকারের ভুমিকা নিয়ে প্রশ্ন তুলছে বিরোধী দলগুলি৷

সম্পর্কিত পোস্ট