দেশে কিছুটা বাড়ল করোনার প্রকোপ
দ্য কোয়ারি ওয়েবডেস্কঃ দু’দিনে খানিকটা বাড়ল দেশে দৈনিক কোভিড আক্রান্তের সংখ্যা। স্বাস্থ্য মন্ত্রকের রিপোর্ট অনুযায়ী গত ২৪ ঘন্টায় কোভিড আক্রান্ত হয়েছেন ৬৭,২০৮৷ এই নিয়ে মোট আক্রান্তের সংখ্যা ২ কোটি ৯৭ লক্ষের বেশী মানুষ। তবে কমেছে মৃত্যুর সংখ্যা৷ গত ২৪ ঘন্টায় করোনা আক্রান্ত হয়েছেন ৩,৮১,৯০৩ জন। এই নিয়ে টানা দশ দিন ধরে করোনা পজিটিভিটির হার ৫ শতাংশের নীচে। সক্রিয় রোগীর সংখ্যা সাড়ে আট লক্ষের কম৷
গত ২৪ ঘন্টায় মহারাষ্ট্রে করোনা আক্রান্ত হয়েছেন ১০,১০৭ জন৷ গত ২৪ ঘন্টায় কেরলে করোনা আক্রান্ত হয়েছেন ১৩,২৭০ জন। কর্ণাটকে একদিনে করোনা আক্রান্ত হয়েছেন ৭,৩৪৫ জন।
কেন্দ্রীয় স্বাস্থ্যসচিব লাভ আগরওয়াল জানিয়েছেন, গত মে মাসে সর্বাধিক আক্রান্তের পর চলতি মাসে করোনা আক্রান্তের সংখ্যা ৮৫ শতাংশ কমেছে। দেশের ২০ টি রাজ্য এবং কেন্দ্রশাসিত অঞ্চলে আক্রান্তের সংখ্যা ৫ হাজারের নীচে। একাধিক জেলায় করোনা আক্রান্তের সংখ্যা ১০০ এর আশেপাশে।
করোনার দ্বিতীয় ঢেউয়ে ৭৩০ জন চিকিৎসকের মৃত্যু হয়েছে। চিকিৎসক মৃত্যুর সংখ্যা বিহারে সর্বাধিক৷ দ্বিতীয় ঢেউয়ে গর্ভবতী মহিলার মৃত্যুর সংখ্যাও কম নয়। তৃতীয় ঢেউয়ের হাত থেকে রক্ষা পেতে সারা দেশজুড়ে ব্যাপকভাবে চলছে টিকাকরণ। প্রায় ২৫ কোটির অধিক মানুষ ইতিমধ্যেই টিকা পেয়েছেন৷ করোনার ডেলটা স্ট্রেনের জন্য কোভিশিল্ড ৬১ শতাংশ কার্যকর বলে জানিয়েছেন কোভিড ওয়ার্কিং গ্রুপের প্রধান ডঃ এনকে আরোরা।