৫০ হাজারের নীচে করোনার দৈনিক সংক্রমণ, চিন্তা বাড়াচ্ছে ডেল্টা প্লাস ভ্যারিয়েন্ট

দ্য কোয়ারি ওয়েবডেস্কঃ চার দিন পর দেশে দৈনিক করোনা আক্রান্তের সংখ্যা নামল ৫০ হাজারের নীচে। স্বাস্থ্য মন্ত্রকের রিপোর্ট অনুযায়ী গত ২৪ ঘন্টায় দেশে করোনা আক্রান্ত হয়েছেন ৪৮,৬৯৮ জন। মোট আক্রান্তের সংখ্যা ৩,০১,৮৩,১৪৩ জন।

২৯ টি রাজ্যে নতুন করে ৪৮ টি করোনার ডেল্টা প্লাস ভ্যারিয়েন্ট ধরা পড়েছে। যার মধ্যে ২০ টি মহারাষ্ট্রে। এছাড়াও তামিলনাড়ুতে নয়টি এবং মধ্যপ্রদেশে ৭ টি করোনার ডেল্টা ভ্যারিয়েন্ট ধরা পড়েছে। এছাড়াও পাঞ্জাব, গুজরাত, অন্ধ্রপ্রদেশ, ওড়িশা, রাজস্থান, কর্ণাটক, পশ্চিমবঙ্গ এবং জম্মুতে ধরা পড়েছে করোনার নতুন প্রজাতি।

দেশের ৩৫ টি রাজ্য এবং কেন্দ্রশাসিত অঞ্চলে নতুন ভাইরাস পরিলক্ষিত হয়েছে। বাইরে থেকে নয়, বরং স্থায়ী জনবসতির মধ্যে ছড়িয়ে পড়েছে এই ভাইরাস। যা বিশেষ উদ্বেগের কারণ। এই ভাইরাস ছড়িয়ে পড়তেই রাজ্যগুলিকে আলাদা করে সতর্ক করেছে কেন্দ্র। যেখানে নতুন ভাইরাসের সন্ধান মিলছে, সেখানে ক্লাস্টার বানিয়ে কনটেইনমেন্ট জোন ঘোষণা করে দেওয়া হচ্ছে।শুধুমাত্র ভারতেই নয়, এছাড়াও আমেরিকা, পোর্তুগাল, চিন, রাশিয়া, সুইজারল্যান্ডে ছড়িয়ে পড়েছে করোনার নতুন প্রজাতি।

রামবিলাস পাসোয়ানের স্মরণসভায় উপস্থিত থাকবেন তেজস্বী

গত ২৪ ঘন্টায় দেশে করোনায় মৃত্যু হয়েছে ১,১৮৩ জনের। মোট মৃতের সংখ্যা ৩,৯৪,৪৯৩ জন। এই মুহুর্তে দেশে সক্রিয় রোগীর সংখ্যা ৫,৯৫,৫৬৫ জন। দৈনিক সংক্রমণের হার ৫ শতাংশের নীচে। গত ২৪ ঘন্টায় মহারাষ্ট্রে করোনা আক্রান্ত হয়েছেন ৯,৬০৪ জন। কেরলে একদিনে আক্রান্ত হয়েছেন ১১,৫৪৬ জন। কর্ণাটকে একদিনে আক্রান্ত হয়েছেন ৩,৩১০ জন। তামিলনাড়ুতে একদিনে আক্রান্তের সংখ্যা ৫,৭৫৫ জন। অন্ধ্রপ্রদেশে একদিনে আক্রান্ত হয়েছেন ৪,৪৫৮ জন। পশ্চিমবঙ্গে একদিনে আক্রান্ত হয়েছে ১,৯৩৩ জন।

সম্পর্কিত পোস্ট