বুধবার ফের দেশে বাড়ল দৈনিক আক্রান্তের সংখ্যা
দ্য কোয়ারি ওয়েবডেস্কঃ বুধবার দেশে ফের বাড়ল দৈনিক করোনা আক্রান্তের সংখ্যা। কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রকের তথ্য অনুযায়ী গত ২৪ ঘন্টায় আক্রান্ত হয়েছেন ৩,৮২,৩১৫ জন। গত ২৪ ঘন্টায় দেশে করোনার প্রকোপে মৃত ৩,৭৮০। যা এখনও অবধি সর্বাধিক। সুস্থ হয়েছেন ৩,৩৮,৪৩৯ জন।
ইতিমধ্যে দেশে মোট আক্রান্তের সংখ্যা ২ কোটি পার করেছে। মোট আক্রান্তের সংখ্যা ২,০৬,৬৫,১৪৮ জন। মোট মৃতের সংখ্যা ২,২৬,১৮৮ জন। আমেরিকার পর ভারতে করোনা আক্রান্তের সংখ্যা ২ কোটি পার করেছে। ব্রাজিলে করোনা আক্রান্তের সংখ্যা দেড় কোটি পার করেছে। তবে মৃত্যুর সংখ্যায় আমেরিকা এবং ব্রাজিলকে পার করেছে ভারত।
আরও পড়ুনঃ করোনা মোকাবিলায় এবার পাড়ায়-পাড়ায় কমিউনিটি হল গুলিকে সেফহোমে রূপান্তরিত করার ভাবনা সরকারের
মহারাষ্ট্রে একদিনে করোনা আক্রান্ত হয়েছেন ৫১,৮৮০ জন। কেরলে একদিনে আক্রান্ত হয়েছেন ৩৭,১৯০ জন। কর্ণাটকে গত ২৪ ঘন্টায় করোনা আক্রান্ত হয়েছেন ৪৪,৬৩১ জন। উত্তরপ্রদেশে একদিনে করোনা আক্রান্ত হয়েছেন ২৫,৭৭০ জন। দিল্লিতে একদিনে আক্রান্ত হয়েছেন ১৯,৯৫৩ জন। অন্ধ্রপ্রদেশে একদিনে আক্রান্ত হয়েছেন ২০,০৩৪ জন।
রাজ্যে একদিনে করোনা আক্রান্ত হয়েছেন ১৭,৬৩৯ জন। মৃতের সংখ্যা ১০৭। যা এখনও অবধি সর্বাধিক। বুধবার তৃতীয়বারের জন্য মুখ্যমন্ত্রী পদে শপথ নিলেন মমতা বন্দ্যোপাধ্যায়। রাজভবনে শপথ নেওয়ার পরেই নবান্নে গিয়ে বৈঠক করবেন মমতা বন্দ্যোপাধ্যায়। বৈঠকে কি সিদ্ধান্ত নেওয়া হয় তা দুপুর ৩ টে নাগাদ জানাবেন তিনি।