শুরুর অপেক্ষায় দক্ষিণেশ্বর মেট্রো, পর্যবেক্ষণে আসছেন সেফটি কমিশনার

দ্য কোয়ারি ওয়েবডেস্কঃ দক্ষিণেশ্বর মেট্রো চালু হওয়া এখন শুধু সময়ের অপেক্ষা৷ আগামী ৫ ও ৬ ফেব্রুয়ারি দক্ষিণেশ্বর মেট্রো পর্যবেক্ষণে আসছেন রেলের সেফটি কমিশনার৷ ওই পর্যবেক্ষণের পর রেল পরিষেবা চালুর চূড়ান্ত ছাড়পত্র মিলতে পারে৷

সেক্ষেত্রে চলতি মাসেই দক্ষিণেশ্বর পর্যন্ত মেট্রো পরিষেবা চালু হয়ে যেতে পারে বলে আসা করা যায়৷ সূত্রের খবর, সব কিছু ঠিকঠাক থাকলে আগামী ৭ ফেব্রুয়ারি দক্ষিণেশ্বর- নোয়াপাড়া মেট্রো স্টেশনের উদ্বোধন হতে পারে৷

কারণ ওই দিন রাজ্যে আসছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী৷ তাঁর হাত ধরেই এই পরিষেবা চালুর সম্ভাবনা যথেষ্টই৷ পরিষেবা চালু হলে গড়িয়ার কবি সুভাষ স্টেশন থেকে দক্ষিণেশ্বর পর্যন্ত এক ট্রেনে যাওয়া যাবে৷ ভাড়া সম্ভবত হতে পারে ৩০ টাকা৷

দক্ষিণেশ্বর ও নোয়াপাড়ার মাঝে রয়েছে বরাহনগর স্টেশন। এরই মধ্যে নতুন স্টেশনগুলোকে সাজিয়ে তোলা হয়েছে৷ তাছাড়া বরাহনগর স্টেশনটির উচ্চতা ৫৫ ফিট৷ এই স্টেশনটি কলকাতা মেট্রোর সব চেয়ে উঁচু স্টেশন৷

কাউন্সিলরদের মন বুঝতে শুক্রবার বৈঠকে বসছেন ফিরহাদ

উল্লেখ্য, গত ২৮ জানুয়ারি মেট্রোর জেনারেল ম্যানেজার মনোজ যোশী আধিকারিকদের নিয়ে দক্ষিণেশ্বর-নোয়াপাড়া রেলপথ পরিদর্শন করেন। মেট্রোর তৃতীয় লাইনের বিদ্যুৎ থেকে শুরু করে সিগনালিং, ট্রেনের সময়সূচি ইন্ডিকেশন বোর্ড, প্ল্যাটফর্ম, স্টেশনের প্রবেশ-প্রস্থানপথ সবই ঘুরে দেখেন তিনি। সেদিন বরাহনগর মেট্রো স্টেশনটি ঘুরে দেখে সন্তুষ্ট হন মেট্রো আধিকারিকরা।

অন্যদিকে, আগেই যোশী জানিয়েছেন, ‘সব কিছু পরিকল্পনা মাফিক চললে জোকা-বিবাদী বাগ মেট্রো করিডরও আগামী ২ বছরের মধ্যে শুরু হয়ে যাবে৷ ২০২২ সালের মধ্যে নিউ গড়িয়া থেকে রুবি পর্যন্ত মেট্রো পরিষেবারও চালু হতে পারে৷’

আবার বিমানবন্দরে তৈরি হতে চলেছে নোয়াপাড়া-বারাসত মেট্রোর সবচেয়ে বড় স্টেশন৷ এই স্টেশনের সঙ্গে বিমানবন্দরের প্রবেশ পথকে জোড়ার পরিকল্পনাও রয়েছে৷ যার জন্য তৈরি হবে পৃথক সাবওয়ে৷

সম্পর্কিত পোস্ট