অশনি আতঙ্কঃ যুদ্ধকালীন তৎপরতায় চলছে বাঁধ মেরামতের কাজ
দ্য কোয়ারি ওয়েবডেস্কঃ রাজ্যে আসন্ন দুর্যোগের পূর্বাভাসের প্রেক্ষিতে রাজ্যের সেচ দফতর বিশেষ সতর্কতা মূলক ব্যবস্থা নিয়েছে। সমস্ত স্তরের কর্মীদের ছুটি বাতিল করা হয়েছে। রাজ্য ও বিভাগীয় স্তরে বিশেষ কন্ট্রোল রুম খোলা হয়েছে।
দক্ষিণ বঙ্গের পাশাপাশি উত্তরবঙ্গের জেলাগুলিতেও চলতি সপ্তাহের শেষেই বৃষ্টির সম্ভাবনা থাকায় সেখানেও একই রকমের প্রস্তুতি নেওয়া হচ্ছে।কলকাতা,মালদা,জলপাইগুড়িতে তিনটি কন্ট্রোল রুম খোলা হয়েছে বলে সেচ দফতরের তরফে জানানো হয়েছে।
‘অশনি’র জেরে দক্ষিণবঙ্গে দুর্যোগের পূর্বাভাস , ৮ জেলায় মোতায়েন বিপর্যয় মোকাবিলা বাহিনী
৩৪২ টি ব্লকের প্রতিটিতে আলাদা কুইক রেসপন্স টিম মোতায়েন করা হয়েছে। একজন করে ইঞ্জিনিয়ার পদমর্যাদা আধিকারিকের নেতৃত্বে ওই দলের সদস্যরা সমস্ত বাঁধের ওপর লাগাতার নজরদারি চালাবেন। বাঁধে সামান্যতম ফাটল দেখা দিলে যুদ্ধকালীন তৎপরতায় তা মেরামত করা হবে। বাঁধ মেরামত ও বন্যা প্রতিরোধের সরঞ্জামও মজুত রাখা হচ্ছে।