ভাঙল পূনর্ভবা নদীর বাঁধ, জলমগ্ন বিস্তীর্ণ এলাকা
দ্য কোয়ারি ওয়েবডেস্কঃ পূনর্ভবা নদীর বাঁধ ভেঙে ভাসল তপন ব্লকের রামচন্দ্রপুর গ্রাম পঞ্চায়েতের বিস্তৃর্ণ এলাকা। প্লাবনের জল ঢুকে ক্ষতি চাষবাস ও বাড়িঘরের। আতঙ্ক দেখা দিয়েছে ওই গ্রাম পঞ্চায়েতের অন্তর্গত গ্রামগুলিতে।
জানা গিয়েছে, দক্ষিণ দিনাজপুর জেলার তপন ও গঙ্গারামপুর ব্লকের মধ্যে দিয়ে প্রবাহিত পূনর্ভবা নদীটি। বৃষ্টি ও পাহাড়ের বয়ে আসা জলে দিন কয়েক ধরে ফুলে ফেঁপে উঠেছিল এই নদী। দিন দুয়েক ধরে এই নদীর জল ঢুকে পরে গঙ্গারামপুরের কিছু নীচু এলাকায় ।
কিন্তু সোমবার ভোর বেলায় পূনর্ভবার বাঁধ ভাঙে তপন ব্লকের রামচন্দ্রপুর এলাকায়। এরপরেই জল ঢুকতে শুরু করেছে করদহ, পদপাড়া, লক্ষ্মীপুর সুকদেবপুর, নওগা সহ রামচন্দ্রপুর গ্রাম পঞ্চায়েতের বিস্তৃর্ণ এলাকায়।
করোনা মোকাবিলায় হোমিওপ্যাথিক ওষুধ প্রদান
বন্যা পরিস্থিতি দেখা দিয়েছে এলাকাগুলিতে। তবে বিষয়টি জানামাত্র তৎপরতার সঙ্গে কাজে নামতে দেখা গিয়েছে ব্লক প্রশাসনকে।
স্থানীয় বাসিন্দা বিকাশ দফাদার, পার্থ প্রতিম ঘোষ বলেন, অনন্ত ১২ হাজার মানুষের বসবাস ওই এলাকাতে। বাড়িঘর এখনও প্লাবিত না হলেও রাস্তা ও চাষের জমিতে ঢুকে পরেছে নদীর জল।
ফসলের ব্যপক ক্ষয়ক্ষতি হওয়ার আশঙ্কা। আতঙ্ক দেখা দিয়েছে মানুষের মধ্যে। প্রশাসনের কাছে সাহায্যের আর্জি।
তপন পঞ্চায়েত সমিতির সভাপতি রাজু দাস বলেন, বাড়িতে এখনো জল ঢোকেনি। তবু প্রশাসনের পক্ষ থেকে বলা হয়েছে ফ্লাড সেন্টারে আসার কথা। সেখানেই থাকা খাওয়ার ব্যবস্থা করা হবে। পুরো বিষয়ের উপড় নজর রয়েছে ব্লক প্রশাসনের।