উন্নততর নিকাশি থেকে খানাখন্দহীন রাস্তা, কলকাতা পুরোভোটের ইস্তেহারে প্রতিশ্রুতির বন্যা তৃণমূলের
দ্য কোয়ারি ওয়েবডেস্কঃ কলকাতা পুরসভার আসন্ন নির্বাচনকে সামনে রেখে শাসকদল তৃণমূল কংগ্রেস আজ তাঁদের আগামীর রূপরেখা বা ভিশন ডকুমেন্ট প্রকাশ করেছে। কলকাতার মহারাষ্ট্র নিবাস হলে মন্ত্রী অরূপ বিশ্বাস, কলকাতার প্রাক্তন মেয়র তথা মন্ত্রী ফিরহাদ হাকিমের উপস্থিতিতে তৃণমূল কংগ্রেসের রাজ্য সভাপতি সুব্রত বক্সি ‘১০ দিগন্তের কলকাতা’ নামে দশ দফা প্রতিশ্রুতি সম্বলিত এই পুস্তিকাটি প্রকাশ করেন।
তিনি বলেন, বিগত বছর গুলিতে কলকাতা পুর এলাকায় যে উন্নয়ন কর্মসূচি চলছে তা আগামী দিনেও অব্যাহত থাকবে। যেখানে কাজ শেষ হয়েছে সেখান থেকেই শুরু হবে। শাসক দলের ভিশন ডকুমেন্ট পানীয় জলের সমস্যা মেটাতে জোড়াবাগান এবং গড়িয়া অঞ্চলে জয় হিন্দ বুস্টার পাম্পিং প্রকল্পের আরও শক্তি বৃদ্ধির আশ্বাস দেওয়া হয়েছে।
সম্পূর্ন খানা খন্দ বিহীন রাস্তা এবং উন্নততর নিকাশির প্রতিশ্রুতি দেওয়া হয়েছে। নিকাশি ব্যবস্থার উন্নয়নে ২০০ টি অতিরিক্ত পাম্প বসানোর কথা বলা হয়েছে।পুর স্বাস্থ্যকেন্দ্র গুলির মানোন্নয়ন করে ২৪ ঘণ্টা পরিষেবা প্রদান, নতুন উপস্বাস্থ্য কেন্দ্র তৈরির পাশাপশি ডেঙ্গু নির্ণয়ের জন্য ৩০ টি পৃথক পরীক্ষা কেন্দ্র গড়ার আশ্বাস রয়েছে।
নির্বাচনের আগে গোয়ায় নয়া চাল তৃণমূলের, লক্ষ্মীর ভান্ডারের আদলে চালু হবে গৃহলক্ষ্মী
নাইট শেল্টারের সংখ্যা ৮ থেকে বাড়িয়ে ১২ করা হবে।পার্ক, বাজার ঘাট সংস্কার ও পরিচ্ছন্ন রাখার আশ্বাস দেওয়া হয়েছে।কলকাতা পুরসভার কর্মীদের সামাজিক সুরক্ষা, ন্যূনতম বেতন, ভালো পরিবেশে কাজ করার সুযোগ করে দেওয়া হবে। প্রতি ওয়ার্ডে কমিউনিটি হল, প্রতি ওয়ার্ডে লেডিস টয়লেট, শিশুদের বিশ্রামাগার তৈরি করা হবে।
পাড়ায় পাড়ায় সমস্যা নিষ্কৃতী সেল তৈরি করা হবে বলেও শাসক দল তাদের ভিশন ডকুমেন্টে প্রতিশ্রুতি দিয়েছে।দশ দফা প্রতিশ্রুতির খসড়া প্রতি ওয়ার্ডের বাড়ি বাড়ি পৌঁছে দেওয়ার ব্যবস্থা করা হবে বলে দলের তরফে জানানো হয়েছে।