Danish Siddiqui: জামিয়া বিশ্ববিদ্যালয়ের কবরস্থানে শায়িত হবে প্রাক্তনীর দেহ
দ্য কোয়ারি ওয়েবডেস্কঃ নিহত চিত্রসাংবাদিক দানিশ সিদ্দিকীর মৃতদেহ শায়িত হবে জামিয়ার কবরস্থানে। জামিয়া মিলিয়া বিশ্ববিদ্যালয় সূত্রে এমনটাই জানা গিয়েছে। জামিয়া বিশ্ববিদ্যালয়ের কবরস্থান বিশ্ববিদ্যালয়ের কর্মী, তাদের পরিবার এবং নাবালকদের জন্য সংরক্ষিত। শুধুমাত্র চিত্রসাংবাদিক দানিশকে শ্রদ্ধা জ্ঞাপন করে এই প্রথার বদল আনছে বিশ্ববিদ্যালয়।
জানা গেছে জামিয়া বিশ্ববিদ্যালয়ের সঙ্গে দানিশ ও তার পরিবারের সম্পর্ক দীর্ঘদিনের। দানিশের বাবা মহম্মদ আখতার সিদ্দিকী জামিয়ার অধ্যাপক ছিলেন তিনি জামিয়া নগর এই থাকতেন ওই বিশ্ববিদ্যালয়ের প্রাপ্ত নিয়েছিলেন দানিশ। বিশ্ববিদ্যালয় পিআরও সূত্রে জানা গিয়েছে পরিবারের অনুরোধ মেনেই এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
ত্রিপুরায় মমতার পোস্টার চমক, ধুঁকতে থাকা TMC চাঙ্গা
কান্দাহারের অশান্ত পরিস্থিতির ছবি তুলতে দিন কয়েক আগেই সেখানে গিয়েছিলেন চিত্রসাংবাদিক দানিশ। বৃহস্পতিবার রাতে গুরুতর জখম হন তিনি। শুক্রবার ফের তালিবানি হামলার মুখে পড়েন আফগান সেনারা। সেখানেই স্পিন বোলডাক জেলায় নিহত হন পুলিৎজার জয়ী সাংবাদিক দানিশ সিদ্দিকী।
বছর চল্লিশের দানিশ সিদ্দিকীর বাড়ি মুম্বাইতে। জামিয়া মিল্লিয়া ইসলামিয়ার ছাত্র ছিলেন তিনি। টেলিভিশন সাংবাদিক হিসেবে কেরিয়ার শুরু করেন। পরে চিত্র সাংবাদিকতাকে পেশা হিসেবে বেছে নিয়েছিলেন। ২০১০ সালে শিক্ষানবীশ চিত্র সাংবাদিক হিসেবে যোগ দিয়েছিলেন রয়টার্সে।