Danish Siddiqui: নিহত চিত্র সাংবাদিকের দেহ ভারতে আনছে সরকার

দ্য কোয়ারি ওয়েবডেস্কঃ কান্দাহারে পুলিৎজার জয়ী ভারতীয় চিত্র সাংবাদিক দানিশ সিদ্দিকীর মৃত্যুতে শোকোস্তব্ধ রাজনৈতিক মহল থেকে গোটা দেশের সাংবাদিকরা। তাঁর মৃত্যুতে শোক প্রকাশ করেছেন আফগান রাষ্ট্রপতি মোহম্মদ আশরাফ গনি। শোক প্রকাশ করেছেন এ দেশের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এবং রাষ্ট্রপতি রামনাথ কোবিন্দ। দ্রুত দানিশ সিদ্দিকীর মৃতদেহ যাতে ভারতে আনা যায় সেই ব্যবস্থা শুরু করেছে ভারত সরকার।

কান্দাহারের অশান্ত পরিস্থিতির ছবি তুলতে দিন কয়েক আগেই সেখানে গিয়েছিলেন চিত্রসাংবাদিক দানিশ। বৃহস্পতিবার রাতে গুরুতর জখম হন তিনি। শুক্রবার ফের তালিবানি হামলার মুখে পড়েন আফগান সেনারা। সেখানেই স্পিন বোলডাক জেলায় নিহত হন পুলিৎজার জয়ী সাংবাদিক দানিশ সিদ্দিকী।

আফগানিস্তানে ন্যাটো তাদের বাহিনী সরিয়ে নেওয়া শুরু করতেই তালিবানরা আফগানিস্তানের এক একটি জেলা দখল করতে শুরু করে। আফগানিস্তানে ৩৪টি প্রদেশের ৪৬০ টি জেলার মধ্যে ২০০টির দখল নিয়েছে তালিবানরা।

আন্তর্জাতিক সংবাদ সংস্থা রয়টার্সের প্রধান চিত্র সাংবাদিক ছিলেন দানিশ সিদ্দিকী। টুইটারে এক সাংবাদিকের দেওয়া তথ্য অনুযায়ী, দানিশ সিদ্দিকী বৃহস্পতিবার রাতে গুরুতর জখম হওয়ার পর আফগান সেনা শিবিরে ছিলেন। তাঁকে আহত অবস্থায় রেখে আফগান সেনারা তালিবান বিরোধী অভিযানে নেমেছিলেন।

আজ ইঞ্জিনিয়ারিংয়ের জয়েন্ট প্রবেশিকা , কোভিড ভীতি কাটিয়ে অফলাইনে প্রথম পরীক্ষা রাজ্যে

কিন্তু শুক্রবার সকালে ফের হামলার মুখে পড়ে আফগান সেনারা। ঘটনাস্থলেই মৃত্যু হয় দানিশের। তিনি দাবি করেছেন দানিশ সিদ্দিকীর মৃতদেহের ছবি এসেছে তাদের কাছে। কিন্তু সেটা তারা প্রকাশ করছেন না।

বছর চল্লিশের দানিশ সিদ্দিকীর বাড়ি মুম্বাইতে। জামিয়া মিল্লিয়া ইসলামিয়ার ছাত্র ছিলেন তিনি। টেলিভিশন সাংবাদিক হিসেবে কেরিয়ার শুরু করেন। পরে চিত্র সাংবাদিকতাকে পেশা হিসেবে বেছে নিয়েছিলেন। ২০১০ সালে শিক্ষানবীশ চিত্র সাংবাদিক হিসেবে যোগ দিয়েছিলেন রয়টার্সে।

তার ছ’ বছরের মধ্যেই ইরাকের মসুলের যুদ্ধের ছবি তুলতে যান দানিশ। ২০১৫ সালে নেপালের ভূমিকম্পের ছবিও তোলেন। ২০১৯-২০তে হংকং প্রোটেস্ট,২০২০ তে দিল্লির দাঙ্গার ছবিও তোলেন এই চিত্র সাংবাদিক। ২০১৮ সালে সহকর্মী আদনান আবির সঙ্গে ফিচার ফটোগ্রাফিতে পুলিৎজার পুরস্কার পেয়েছিলেন তিনি।

সম্পর্কিত পোস্ট