বেজে গেল দিল্লির নির্বাচনী ঘণ্টা, মোদি ২.০ কে কড়া চ্যালেঞ্জ কেজরিওয়ালের
আগামী ৮ ফেব্রুয়ারি একদফায় ভোট হবে। গণনার দিন ১১ ফেব্রুয়ারি। ১২ জানুয়ারি থেকে মনোনয়ন পত্র গ্রহনের কাজ শুরু হবে। চলবে ২১ জানুয়ারি অবধি।
দ্য কোয়ারি ওয়েবডেস্কঃ দিল্লি নির্বাচনের নির্ঘণ্ট ঘোষণা করল জাতীয় নির্বাচন কমিশন। আগামী ৮ ফেব্রুয়ারি একদফায় ভোট হবে বলে জানালেন মুখ্য নির্বাচন কমিশনার সুনীল আরোরা। গণনার দিন ১১ ফেব্রুয়ারি। ১২ জানুয়ারি থেকে মনোনয়ন পত্র গ্রহনের কাজ শুরু হবে। চলবে ২১ জানুয়ারি অবধি।
এদিন মুখ্য নির্বাচন কমিশনারের তরফে নির্বাচনের নির্ঘণ্ট প্রকাশের সঙ্গে সঙ্গেই কার্যকরী হয়ে গেল আদর্শ আচরণ বিধি। চলতি বছরের দিল্লির বিধানসভা নির্বাচনে ভোটারের সংখ্যা প্রায় ১ কোটি ৪৬ লক্ষ। বুথ রয়েছে ১৩ হাজার ৭৫০ টি।
২২ ফেব্রুয়ারি মেয়াদ শেষ হচ্ছে দিল্লি বিধানসভার। তাই আগে নতুন সরকার গঠন করা প্রয়োজন। সেকারণেই ফেব্রুয়ারি মাসে বাজেট নিয়ে বক্তব্য রাখার সময় কোনও প্রকল্পের কথা উল্লেখ করা যাবে না। এমনটাই নির্দেশ নির্বাচন কমিশনের।
গতবার দিল্লি বিধানসভা নির্বাচনে ৭০ টি আসনের মধ্যে ৬৭ আসন জেতে অরবিন্দ কেজরিওয়ালের আম আদমি পার্টি। মাত্র ৩ টি আসন পায় বিজেপি। খালি হাতে ফিরতে হয়েছিল কংগ্রেসকে। তারপর ১৯ এর লোকসভা নির্বাচনে দিল্লি থেকে ৭ টি আসন পায় গেরুয়া শিবির। তাই এবারেও দিল্লি মোদি সরকারের কাছে সবচেয়ে বড় চ্যালেঞ্জ।
সম্প্রতি ঝাড়খণ্ডের নির্বাচনী ফলাফল চিন্তায় ফেলেছে মোদি-শাহকে। এবারের দিল্লির নির্বাচনে নাগরিকত্ব সংশোধনী আইন এবং এনআরসিকে হাতিয়ার করেই ময়দানে নামবে বিজেপি।
এমনটাই মনে করছে রাজনৈতিক মহল। পাশপাশি দিল্লির দুষণকে হাতিয়ার করেই আম আদমি পার্টিকে সাফ করার চিন্তাভাবনা রয়েছে গেরুয়া শিবিরের।
যদিও নির্বাচনী লড়াইয়ে কেজরিওয়ালের আম আদমী পার্টিকেই এগিয়ে রাখছেন রাজনৈতিক বিশেষজ্ঞরা। বরং গতবারের তুলনায় তাঁদের ভোটের হার বৃদ্ধি পাবে বলে মনে করছেন অনেকেই।
সব মিলিয়ে কোন ইস্যুতে পার হয় দিল্লির নির্বাচনের বৈতরণী? পাশাপাশি দিল্লির ক্ষমতায় কোন সরকার আসে তা দেখার জন্য মুখিয়ে গোটা দেশ।