২ থেকে ১৮ বছর বয়সীদের কোভ্যাকসিনে অনুমতি দিল DCGI
দ্য কোয়ারি ওয়েবডেস্কঃ সপ্তমীতে সুখবর। ছোটদের জন্য কোভ্যাকসিনে অনুমতি দিলো ড্রাগ কন্ট্রোল।২ থেকে ১৮ বছর বয়সীদের জন্য ভ্যাকসিনের অনুমতি দেওয়া হয়েছে। স্বাভাবিকভাবেই এই খবরে স্বস্তির নিঃশ্বাস ফেলছেন দেশবাসী।
শিয়রে করোনার তৃতীয় ঢেউ। বিশেষজ্ঞরা বলছেন, এবার করোনায় আক্রান্ত হতে পারে শিশুরা। তাই তাঁদের সাবধানে রাখা, প্রয়োজনে টিকাকরণের ব্যবস্থা করার কথা বলছিলেন বিশেষজ্ঞরা। এবার ২-১৮ বছর বয়সিদের জন্য টিকা আনল ভারত বায়োটেক (Bharat Biotech)। প্রথম ভারতীয় সংস্থা হিসেবে শিশু ও কিশোরদের জন্য টিকা আনল তারা।
বেশ কিছুদিন আগেই ছোটদের দেওয়ার জন্য জাইকোভ ডি ও কোভ্যাক্সিনকে ড্রাগ কন্ট্রোলের চূড়ান্ত অনুমোদনের জন্য পাঠানো হয়েছিল। গতমাসে কোভ্যাক্সিনের দ্বিতীয় ও তৃতীয় পর্যায়ের ট্রায়াল সম্পূর্ণ করেছে নির্মাণকারী সংস্থা।
এরপর অক্টোবরের শুরুতে ট্রায়ালের যাবতীয় গুরুত্বপূর্ণ তথ্য ও নথি জমা দেওয়া হয়েছে ডিসিজিআই-এর কাছে। সেই সকল তথ্য পর্যবেক্ষণ করে ২-১৮ বছর বয়সীদের করোনা ভ্যাকসিন দেওয়ার ক্ষেত্রে ছাড়পত্র দিল ডিসিজিআই।
জানা গেছে, কেন্দ্র সরকার শীঘ্রই এ বিষয়ে নির্দেশিকা জারি করবে। এরপরই শিশুদের টিকা দেওয়া শুরু হবে। বলা হয়েছে যে, শিশুরাও প্রাপ্তবয়স্কদের মতো কোভ্যাকসিনের এর দু’টি টিকা পাবে। এখনও পর্যন্ত পরিচালিত ট্রায়ালে শিশুদের কোনও ক্ষতি হওয়ার লক্ষণ দেখা যায়নি।
সূত্রের খবর, যেসব শিশুদের হাঁপানি,শ্বাসকষ্ট ইত্যাদির সমস্যা আছে তাদেরও টিকা দেওয়া যেতে পারে। এই ভ্যাকসিন সরকারি জায়গায় বিনামূল্যে পাওয়া হবে।
শিশুদের জন্য কোভ্যাকসিনের অনুমোদন সত্যিই স্বস্তির খবর। কারণ, করোনার তৃতীয় ওয়েভে সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত শিশুরাই হবে বলে বিশেষজ্ঞরা জানিয়েছেন।