মন্দারমনির সৈকত থেকে উদ্ধার মৃত তিমি

দ্য কোয়ারি ওয়েবডেস্কঃ  সোমবার সকালে পূর্ব মেদিনীপুর জেলার মন্দারমনি সমুদ্র সৈকতে উদ্ধার হল বিশাল আকারের একটি মৃত তিমি মাছ।

মৃত তিমি মাছ উদ্ধারের খবর স্থানীয় এলাকায় ছড়িয়ে পড়তেই ব্যাপক উৎসাহ দেখা যায় স্থানীয় এলাকা বাসীর মধ্যে। এই ধরনের বিশাল আকারের তিমি মাছ খুব কমই উদ্ধার হয়েছে বলে মৎস্য জীবীদের অনুমান।

ইতিমধ্যে ওই বিশাল আকার মৃত তিমি মাছটিকে দেখতে স্থানীয় মানুষজন ব্যাপক ভিড় জমিয়েছেন। তবে মৎস্য জীবীদের অনুমান এই তিমি মাছটি সেয় হোয়াল প্রজাতির।

সপ্তাহের শুরুতেই ভোগান্তির আশঙ্কা , সোমবার থেকে নামছে না ৬০০০ বেসরকারি বাস

ইতিমধ্যে বন দপ্তরের আধিকারিকরা তিমি মাছটিকে সংরক্ষণ করার জন্য এলাকায় যাচ্ছেন।

প্রসঙ্গতঃ এর আগে ২০১২ সালের ১০ ডিসেম্বর দিঘা মোহনা থেকে প্রায় ৪০ নটিক্যাল মাইল সমূদ্রের গভীর থেকে মৃত অবস্থায় ৪৫ ফুট লম্বা ও ১০ ফুট চওড়া এবং ১৮ টন ওজনের একটি তিমি মৎস্য জীবিরা উদ্ধার করে ছিলেন।

এরপর ফের এবার মন্দারমনি সৈকতে এমন বিশাল আকারের তিমি মাছ উদ্ধার হয় ব্যাপক উৎসাহ দেখা দিয়েছে সাধারণ মানুষের মধ্যে।

সম্পর্কিত পোস্ট