ফের চিকিৎসায় গাফিলতিতে সদ্যজাতের মৃত্যুর অভিযোগ, উত্তপ্ত নার্সিংহোম
দ্য কোয়ারি ওয়েবডেস্কঃ চিকিৎসায় গাফিলতির জেরে ফের সদ্যোজাতর মৃত্যুর অভিযোগ। এই ঘটনাকে কেন্দ্র করে বুধবার উত্তেজনা ছড়ায় জলপাইগুড়ির উকিলপাড়ার একটি নার্সিংহোমে।
ওই নার্সিংহোমের কর্তব্যরত চিকিৎসকের বিরুদ্ধে জলপাইগুড়ি কোতোয়ালি থানায় অভিযোগ দায়ের করে মৃত শিশুর পরিবার। নার্সিংহোম কর্তৃপক্ষের তরফে অভিযোগ সম্পূর্ণ ভিত্তিহীন বলেই জানানো হয়েছে।
মৃত শিশুর পরিবার সূত্রে জানা গেছে, গতসপ্তাহে শুক্রবার জলপাইগুড়ির লাটাগুড়ির বাসিন্দা সমীর সেন তার অন্তঃসত্ত্বা স্ত্রী শুক্লা সেনকে জলপাইগুড়ির উকিলপাড়ার ওই নার্সিংহোমে ভর্তি করেন। ওইদিনই শুক্লা দেবী একটি কন্যা সন্তানের জন্ম দেন।
শনিবার শিশুকন্যা ও মা দুইজনই সুস্থ থাকায় সমীর বাবু লাটাগুড়িতে ফিরে যান। এরপর গভীর রাতে নার্সিংহোম থেকে সমীর বাবুকে ফোন মারফৎ জানানো হয় জানানো হয় শিশুর অবস্থা আশঙ্কাজনক।
খবর পেয়ে সমীর বাবু গভীর রাতে পৌঁছন নার্সিংহোমে। নার্সিংহোমের পক্ষ থেকে শিশুটিকে অন্যত্র চিকিৎসার জন্য নিয়ে যাওয়ার কথা বলা হয়। সেই মতো শিশুটিকে জলপাইগুড়ি সদর জেলা হাসপাতালে ভর্তি করা হয়।
http://sh103.global.temp.domains/~lyricsin/thequiry/bagdogra-airport-_-bad-weather-one-flight-after-another-canceled-passengers-in-distress/
তবে হাসপাতালের পক্ষ থেকে জানানো হয়, শিশুটির অবস্থা ক্রমশ খারাপ হচ্ছে। আরও আগে তাকে হাসপাতালে আনা উচিত ছিল। এরপর কিছুক্ষণ পরই শিশুটির মৃত্যু হয়।
মৃত শিশুটির বাবা সমীর বাবুর অভিযোগ, নার্সিংহোমের কর্মীরা শিশুটিকে একটি ইনজেকশন দেওয়ার পর থেকেই শিশুটির অবস্থা আশঙ্কাজনক হয়ে পড়ে। অভিযোগ তোলা হয় চিকিৎসায় গাফিলতির জেরে মৃত্যু হয়েছে শিশুটির। যদিও পুরো বিষয়টি সম্পর্কে তদন্ত শুরু করেছে পুলিশ।