শেষ বিকেলে মমতার জেলা সফরের আলো কাড়লেন দেবাংশু

দ্য কোয়ারি ওয়েবডেস্কঃ মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় জেলা সফরে গিয়েছেন। বুধবার তিনি গ্রামের আটচালা বাড়িতে গিয়ে মধ্যাহ্নভোজ‌ সাড়েন। ভাত ও ট্যাংরা মাছের ঝোল ছিল মেনুতে। এই নিয়ে স্বাভাবিকভাবেই হ‌ইহ‌ই পড়ে যায়। কিন্তু শেষ বিকেলে তাঁর দলের‌ই যুব নেতা দেবাংশু ভট্টাচার্য সেই প্রচারের যাবতীয় আলো কেড়ে নিলেন। সোশ্যাল মিডিয়া ‘বন্ধু এবার খেলা হবে’ স্লোগানের স্রষ্টার একটি পোস্ট নিয়ে মেতে উঠেছে।

দেবাংশু হঠাৎ তাঁর ওয়ালে লেখেন ‘লেফ্ট জব অল ইন্ডিয়া তৃণমূল যুব কংগ্রেস’! যার মানে এই তরুণ নেতা তৃণমূল যুব কংগ্রেস ছেড়ে দিয়েছেন। দেবাংশু ভট্টাচার্য যুব তৃণমূলের অন্যতম রাজ্য সাধারণ সম্পাদক ছিলেন। বুধবার দুপুরে যুবর নতুন কমিটি গঠন করা হয়েছে।

নির্বাচন‌ কমিশনের নিরপেক্ষতা নিশ্চিত করতে কড়া হতে পারে সুপ্রিম কোর্ট

সূত্রের খবর, অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নির্দেশে‌ই এই নতুন কমিটি তৈরি হয়েছে। আর সেখানে যুব তৃণমূলের সভাপতি পদে টলিউড অভিনেত্রী সায়নী ঘোষ থেকে গেলেও বাদ পড়েছেন বলিয়ে-ক‌ইয়ে তরুণ নেতা দেবাংশু। তারপর‌ই এই ফেসবুক পোস্ট করেন তিনি। যদিও পরে তিনি সেই পোস্ট সরিয়েও নিয়েছেন।

তৃণমূল কংগ্রেসে দেবাংশু মূলত দুটি দায়িত্বে ছিলেন। দলের রাজ্য মুখপাত্র ও যুব তৃণমূলের রাজ্য সাধারণ সম্পাদক। যুবর দায়িত্ব গেলেও তিনি মুখপাত্র পদে আছেন বলেই জানা গিয়েছে। কিন্তু গোটা বিষয়টি নিয়েই জোর চর্চা শুরু হয়েছে নেট দুনিয়ায়। অনেকেই সমবেদনার চলে এই জনপ্রিয় তরুণ নেতাকে সমবেদনা জানাতে শুরু করেছেন।

দেবাংশু সোশ্যাল মিডিয়ায় ‘একা কুম্ভর’ মতো তৃণমূলের পক্ষ থেকে শানিত মুক্তি তুলে ধরে বিরোধীদের মোকাবিলা করতেন। বুধবারের পর থেকেও তাঁকে সেই ভূমিকায় দেখা যাবে কিনা সেটাই এখন দেখার। এদিকে তৃণমূলের একটি সূত্রের খবর, দেবাংশুকে মূল দলের গুরুত্বপূর্ণ দায়িত্ব দিতে পারেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। তাই তাঁকে যুবর দায়িত্ব থেকে সড়ানো হয়েছে।

সম্পর্কিত পোস্ট