শোভন-বৈশাখীর বিরুদ্ধে আদালতে মামলা দায়ের করল দেবশ্রী রায়

দ্য কোয়ারি ওয়েবডেস্কঃ অশালীন এবং উস্কানিমূলক মন্তব্যের অভিযোগে বিজেপি নেতৃত্ব শোভন চট্টোপাধ্যায় এবং বৈশাখী বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে আলিপুর আদালতে মামলা দায়ের করলেন রায়দিঘির বিধায়ক দেবশ্রী রায়।

শনিবার আলিপুর আদালতের এসিজেএম দুই নম্বর ঘরে মানহানির মামলা দায়ের করলেন তৃণমূল বিধায়ক। অভিযোগ, রায়দিঘিতে গিয়ে (শোভন চট্টোপাধ্যায় এবং নাম উল্লেখ না করে বৈশাখী বন্দ্যোপাধ্যায়) তাঁর বিরুদ্ধে অনেক কথা বলেছেন।

রায়দিঘিতে গিয়ে দুই জনেই বলেন, দেবশ্রী রায় অপদার্থ বিধায়ক। অনেক পাপ করেছেন, তাই প্রায়শ্চিত্ত করতে এসেছেন। একইসঙ্গে বৈশাখী বন্দ্যোপাধ্যায় ব্যক্তিগত আক্রমণ করেছেন।

আরও পড়ুনঃ কৃষকদের তিন ঘন্টার ‘চাক্কা জাম’ কর্মসূচীতে শামিল গোটা দেশ

তিনি বলেছেন, আমফানের পরে দেবশ্রী রায় দেশপ্রিয় পার্কে বসে গান গাইছেন। এমনকি ওই এলাকার টোটো কেলেঙ্কারি বিষয়ে তাঁর বিরুদ্ধে অভিযোগ তোলেন শোভন-বৈশাখী। তাঁর ব্যক্তিগত জীবন নিয়ে হস্তক্ষেপ করেছেন বৈশাখী বন্দ্যোপাধ্যায়।

এদিন আদালতের বাইরে তৃণমূল বিধায়ক সাফ জানিয়ে দেন, অনেকদিন ধরে সহ্য করার পর এদিন ধৈর্‍্যের বাঁধ ভেঙেছে। তাই আলিপুর আদালতে দেবশ্রী রায়ের বিরুদ্ধে মামলা দায়ের হয়েছে।

উল্লেখ্য, ২০১১ এবং ২০১৬ সালে রায়দিঘির দাপুটে নেতা ক্রান্তি গঙ্গোপাধ্যায়কে হারিয়ে জয়ী হন দেবশ্রী রায়। রাজনৈতিক মহলের মতে, দুই বার ওই বিধানসভা কেন্দ্র থেকে দেবশ্রী জয়ী হলেও সেখানে অবদান ছিল তৎকালীন জেলা সভাপতি শোভন চট্টোপাধ্যায়।

বর্তমানে দলবদল করে গেরুয়া শিবিরে শামিল হয়েছেন তিনি। এবার কলকাতা জোনের দায়িত্ব দেওয়া হয়েছে সেই শোভন চট্টোপাধ্যায়কে। আর সেই শোভন চট্টোপাধ্যায়ের মুখে বিধায়ক দেবশ্রী রায়ের বিরুদ্ধে শ্লোগান।

সূত্রের খবর, রায়দিঘির জনসভাতে গিয়ে শোভন চট্টোপাধ্যায় এবং বৈশাখী বন্দ্যোপাধ্যায় যেসমস্ত মন্তব্য করেছিলেন সেই সমস্ত ফুটেজ আদালতে জমা করেন দেবশ্রী।

সম্পর্কিত পোস্ট