দল ছাড়লেন দেবশ্রী, এবার কি গন্তব্য গেরুয়া শিবির

দ্য কোয়ারি ওয়েবডেস্কঃ তৃণমূল কংগ্রেসের সঙ্গে যাবতীয় সম্পর্ক ছিন্ন করলেন অভিনেত্রী দেবশ্রী রায়। সুব্রত বক্সীকে দেবশ্রী চিঠি পাঠিয়েছেন। তিনি আর তৃণমূলের সঙ্গে কোনও সম্পর্ক রাখতে চান না এই অভিনেত্রী। দেবশ্রীর গলায় এদিন ছিল স্পষ্টতই অভিমান ও অনুযোগের সুর।

সিপিএমের ডাকাবুকো নেতা- মন্ত্রী কান্তি গাঙ্গুলিকে হারিয়েছিলেন দেবশ্রী রায়। দুবার রায়দিঘি থেকে জিতেছেন দেবশ্রী। এবার তিনি টিকিট পাননি। কিছুদিন আগে তৃণমূলের যে প্রার্থীতালিকা প্রকাশিত হয়েছে। তাতে নাম ছিল না দেবশ্রীর ৷ তারপরেই আজ দল ছাড়ার সিদ্ধান্ত নিলেন তিনি ৷

যদিও এদিন দল ছাড়ার কারণ হিসেবে প্রার্থীপদ না পাওয়ার বিষয়টি অস্বীকার করেছেন ৷ বরং তিনি তার যাবতীয় ক্ষোভ তৃণমূল মুখপাত্র কুনাল ঘোষের ওপর চাপিয়ে দিয়েছেন ৷ তিনি অপমানিত হয়েছেন। দীর্ঘদিন ধরেই এ কথা শোনা যাচ্ছিল। দল তাকে ব্যবহার করেছে। এ কথা দেবশ্রী রায় ঘনিষ্ঠমহলে জানিয়েছেন।

দেবশ্রী রায়ের মতে কুনাল ঘোষ তাঁকে নিয়ে দলের সঙ্গে কথা বলবেন বলেছিলেন ৷ কিন্তু দীর্ঘ সময় অতিবাহিত হয়ে গেলেও তিনি কথা রাখেননি ৷ আর সে কারণেই দল ছাড়ার সিদ্ধান্ত নিয়েছেন বলে জানিয়েছেন দেবশ্রী রায় ৷

তৃণমূল কংগ্রেস সূত্রে খবর, দেবশ্রী নিজেও এবার নির্বাচনে লড়তে চাইছিলেন। তৃণমূল কংগ্রেসের প্রার্থী তালিকা প্রকাশিত হতেই দেখা যায় টিকিট পাননি রায়দিঘির বিধায়ক। দেবশ্রী রায়ের অভিযোগ তৃণমূল কংগ্রেস তাকে ব্যবহার করেছে। একসময় মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে দেবশ্রী রায়ের যথেষ্ট যোগাযোগ ছিল। পরে সেই যোগাযোগ ধীরে ধীরে ছিন্ন হতে শুরু করে।

দলে যোগ দেওয়ার পর বাড়তি দায়িত্ব পেলেন যশবন্ত সিনহা

যদিও কুনাল ঘোষ এই দিন নিজে বলেছেন, তিনি দেবশ্রী রায়কে কোনও প্রতিশ্রুতি দেন নি। তিনি তাকে কিছু কথা বলেছিলেন,কুনাল ঘোষ শুধু বলেছিলেন তার বার্তা দলের কাছে পৌঁছে দেবেন। এর অর্থ এই নয়, আমি দেবশ্রী রায়কে দলে কোন পদ পাইয়ে দেব। এই ক্ষমতা একমাত্র রয়েছে দলনেত্রীর। বৃথা আমাকে দোষারোপ করে কোন লাভ নেই।

দেবশ্রী রায় কি তাহলে এবার বিজেপিতে যোগ দিতে চলেছেন? এই প্রশ্ন উঠতে শুরু করেছে। শোভন চট্টোপাধ্যায় ও বৈশাখী বন্দ্যোপাধ্যায় বিজেপির সঙ্গে সম্পর্ক ছিন্ন করেছেন গতকাল। তখন থেকেই প্রশ্ন উঠেছিল।

তাহলে কি বিজেপিতে দেবশ্রী এবার জায়গা পাবেন? দল ছাড়ার ২৪ ঘন্টার মধ্যেই সমীকরণ বদলাতে শুরু করেছে। গেরুয়া শিবিরের সঙ্গে দেবশ্রী রায়ের ‘ভালোবাসা ভালোবাসা’ সম্পর্ক তৈরি হয় কিনা, এখন দেখার অপেক্ষা।

সম্পর্কিত পোস্ট