শুভেন্দু-সুজন টাকা নিয়েছে বলতে চাপ! মালিক সুদীপ্তর উল্টো পথে সারদার নম্বর-টু দেবযানী

দ্য কোয়ারি ওয়েবডেস্কঃ বৃহস্পতিবার দুপুরে তোলপাড় ফেলে দিলেন সারদার কর্ত্রী দেবযানী মুখোপাধ্যায়ের মা শর্বরী মুখোপাধ্যায়। তাঁর অভিযোগ, দমদম জেলে গিয়ে মিথ্যে বলার জন্য দেবযানীর উপর চাপ সৃষ্টি করছে রাজ্যের সিআইডি।

তিনি বলেন, “শুভেন্দু অধিকারী ও সুজন চক্রবর্তী সারদা কর্তা সুদীপ্ত সেনের কাছ থেকে ৬ কোটি টাকা নেওয়ার সময় ঘটনাস্থলে উপস্থিত ছিল বলার জন্য আমার মেয়েকে চাপ দিচ্ছে সিআইডি।” এই নিয়ে সিবিআইকে চিঠিও লিখেছেন দেবযানীর মা।

সারদা মামলা দীর্ঘদিন ধরে আদালতে ঝুলছে। যদিও জেলেই আছেন মালিক সুদীপ্ত সেন ও সংস্থার নম্বর-টু দেবযানী মুখোপাধ্যায়। তবে একুশের বিধানসভা ভোটের আগে সুদীপ্ত সেন অভিযোগ করেছিলেন, শুভেন্দু অধিকারী, সুজন চক্রবর্তী ও বিমান বসু তাঁর থেকে টাকা নিয়েছে!

গরু পাচারে অভিযুক্ত বিকাশ মিশ্রের সঙ্গে নিজাম প্যালেসে বৈঠক শুভেন্দুর!

এমনকি আদালতে তোলার সময় নিজের মুখেও এই কথা বলেছিলেন সুদীপ্ত। তবে এবার পুরো উল্টো সুর শোনা গেল দেবযানীর মায়ের গলায়। এই অভিযোগ নিয়ে বৃহস্পতিবার‌ই আলিপুর আদালতের দ্বারস্থ হন শর্বরী মুখোপাধ্যায়। যদিও এই অভিযোগ বিবৃতি দিয়ে খারিজ করেছে সিআইডি।

এদিকে সুজন চক্রবর্তী এই বিষয়ে তৃণমূল ও সিআইডিকে আক্রমণ করে বলেন, “ওরা যা পারে করুক, আদালতের মুখোমুখি হতে ভয় পাই না।” এই নিয়ে রাজ্য পুলিশের তীব্র সমালোচনা করেছেন শুভেন্দু অধিকারী‌ও।

সম্পর্কিত পোস্ট