সারদা মামলায় জামিন পেলেন দেবযানী মুখোপাধ্যায়

দ্য কোয়ারি ওয়েবডেস্কঃ সারদা মামলায় জামিন পেলেন দেবযানী মুখোপাধ্যায়। শনিবার ভারপ্রাপ্ত প্রধান বিচারপতির ডিভিশন বেঞ্চে জামিন পান দেবযানী। সারদা মামলায় সুদীপ্ত সেনের সঙ্গে গ্রেফতার করা হয়েছিল দেবযানী মুখোপাধ্যায়কে। আর্থিক কেলেঙ্কারির অভিযোগ ছিল দেবযানী মুখোপাধ্যায়ের বিরুদ্ধে। অবশেষে এরাজ্যে তার বিরুদ্ধে চলা সিবিআই-র সমস্ত মামলা থেকে মুক্তি পেয়েছেন তিনি। তবে দেবযানীর বিরুদ্ধে মামলা চলছে অসম এবং ভুবনেশ্বরে। তাই এখনি জেল মুক্তি নয় দেবযানী মুখোপাধ্যায়ের।

সারদা মামলায় আর্থিক প্রতারণার অভিযোগে ২০১৩ সালে গ্রেফতার করা হয় দেবযানী মুখোপাধ্যায়কে। কিছুদিন আগেই এই মামলা থেকে অব্যাহতি পান কুণাল ঘোষ। এবার এ রাজ্যের সর্বশেষ মামলা থেকে জামিন পেলেন দেবযানীও। আদালতে দেবযানীর বিরুদ্ধে থাকা মামলা অন্তত ২৬ বার পিছিয়ে দিয়েছে সিবিআই। আর তাতেই বিরক্ত হন বিচারপতি। অবশেষে আজ দীর্ঘ সওয়াল জবাবের পর বিচারকের নির্দেশে এরাজ্যে CBI-  র সমস্ত মামলা থেকে রেহাই পেলেন দেবযানী।

কুণাল ঘোষ জামিন পেলেও কেন দেবযানী পাবেন না সেই প্রশ্ন তুলে আদালতের দ্বারস্থ হয়েছিলেন দেবযানীর আইনজীবীরা।  সেক্ষেত্রে আদালতের যুক্তি ছিল কুণাল ঘোষ সরাসারি আর্থিক লেনদেনের সঙ্গে যুক্ত ছিলেন না। সরাসরি সমস্ত লেনদেনের সঙ্গে যুক্ত ছিলেন সুদীপ্ত সেন ও দেবযানী মুখোপাধ্যায়। রয়েছে বহু আর্থিক নয়ছয়ের অভিযোগ। তার প্রমাণ আদালতে পেশ করে সিবিআই।

 

সম্পর্কিত পোস্ট