২৪ ঘন্টায় কমল দেশজুড়ে সংক্রমনের হার, আক্রান্তের সংখ্যা ৫৩,৬০১

দ্য কোয়ারি ওয়েবডেস্কঃ সোমবারের তুলনায় কমল দেশে কোভিড সংক্রমণ বৃদ্ধির হার। সোমবার আক্রান্তের সংখ্যা ছিল ৬২ হাজারের অধিক। মঙ্গলবার কেন্দ্রের রিপোর্ট অনুযায়ী গত ২৪ ঘণ্টায় করোনা আক্রান্তের সংখ্যা ৫৩,৬০১।

কেন্দ্রের বুলেটিন অনুযায়ী এখনও অবধি ভারতে মোট আক্রান্তের সংখ্যা ২২,৬৮,৬৭৫। একটিভ রোগী ৬ লাখের বেশি। বিশেষজ্ঞদের মতে এফেক্টিভ রিপ্রোডাকশন নম্বর অর্থাৎ ‘আর’ নম্বর একের নিচে নেমে গেলে সংক্রমণ ছড়ানোর হারও কমবে। তার ফলে এই মারণ রোগ থেকে অনেকাংশে মুক্তি মিলবে।

গত ২৪ ঘন্টায় মৃত ৮৭১ জন। মোট মৃতের সংখ্যা ৪৪ হাজারের অধিক।  ক্রমশ বাড়ছে সুস্থতার হার। আগের থেকে সুস্থতার হার বেড়েছে ৬৯.৮০ শতাংশ।

গত ২৪ ঘন্টায় সুস্থ হয়েছেন ৪৭ হাজারের বেশী মানুষ। ভারতের সুস্থ রোগীর সংখ্যা সংখ্যা ১৫ লাখ ৮৩ হাজার ৪৮৯ জন।

গত ২৪ ঘন্টায় মহারাষ্ট্রে করোনা আক্রান্ত হয়েছেন ৯১৮১ জন। মৃত ২৯৩। মোট আক্রান্তের সংখ্যা ৫,২৪,৫১৩। মৃত ১৮,০৫০ জন।

তামিলনাড়ুতে গত ২৪ ঘন্টায় আক্রান্ত হয়েছেন ৫,৯১৪ জন। মোট আক্রান্তের সংখ্যা ৩,০২,৮১৫ জন। মৃত ১১৪।

অন্ধপ্রদেশে গত ২৪ ঘন্টায় আক্রান্ত হয়েছে ৭৬৬৫। মোট আক্রান্ত ২,৩৫,৫২৫ জন। করোনা সংক্রমণে গত ২৪ অন্ধপ্রদেশে মৃত ৮০ জন।

কর্ণাটকে গত ২৪ ঘন্টায় আক্রান্ত হয়েছেন ৪,২৬৭ জন। মোট আক্রান্ত ১,৮২,৩৫৪ জন। দিল্লিতে গত ২৪ ঘন্টায় সংক্রমণের হার আগের তুলনায় অনেক কমেছে। গত ২৪ ঘন্টায় দিল্লিতে আক্রান্ত হয়েছেন ৭০৭ জন।

উত্তরপ্রদেশে গত ২৪ ঘন্টায় করোনা আক্রান্ত হয়েছেন ৪১১৩ জন। মোট আক্রান্তের সংখ্যা ১,২৬,৭২২ জন। গত ২৪ ঘন্টায় কোভিড সংক্রমণে প্রাণ হারিয়েছেন ৫১ জন। মোট মৃতের সংখ্যা ২,১২০ জন।

সম্পর্কিত পোস্ট