টানা ৬ ঘণ্টা জেরার মুখে দিপিকা, ড্রাগ নেওয়ার কথা অস্বীকার অভিনেত্রীর
দ্য কোয়ারি ওয়েবডেস্কঃ শনিবার মাদক মামলায় নারকোটিক্স কন্ট্রোল ব্যুরোর মুখোমুখী হলেন বলিউড অভিনেত্রী দীপিকা পাড়ুকোন। ড্রাগ-তদন্তে এনসিবি দফতরে দীপিকা পাডুকোন ও তাঁর ম্যানেজার করিশ্মা প্রকাশকে মুখোমুখি বসিয়ে জিজ্ঞাসাবাদ হয়।লাগাতার প্রায় ৬ ঘণ্টা জেরা করা হয় অভিনেত্রীকে।
জানা যাচ্ছে, চ্যাটের কথা স্বীকার করলেও মাদক সেবনের কথা অস্বীকার করেছেন দীপিকা। এনসিবি সূত্রে দাবি, ড্রাগ চ্যাট ও হোয়াটসঅ্যাপ গ্রুপের অ্যাডমিন হওয়ার কথা স্বীকার করে নিলেও মাদক সেবনের কথা অস্বীকার করেছেন দীপিকা।
ছিঁছোড়ে-র জন্য সুশান্তের পার্টিতে ড্রাগ নেওয়া হলেও তিনি মাদক সেবন করেননি, এমনটা জানিয়েছেন শ্রদ্ধা। এদিন সকাল ১০ টার আগেই এনসিবির গেস্ট হাউসে পৌঁছে যান দীপিকা।
এনসিবি সূত্রে খবর, আগে কারিশ্মাকে ডাকা হলে তিনি অসুস্থতার কথা বলে চার-পাঁচ দিন সময় নেন। পরে জানা যায়, করিশ্মা গোয়ায় ধর্ম প্রোডাকশানের শ্যুটিংয়ে ছিলেন।
সেখানে দীপিকাও ছিলেন। সূত্রের খবর, সেখানেই তাঁরা আলোচনা সেরে নেন বলে মনে করা হচ্ছে। এনসিবি সূত্রের খবর, দীপিকাকে পাঁচজন জিজ্ঞাসাবাদ করছেন তার মধ্যে ১ জন মহিলা অফিসারও রয়েছেন।
দীপিকার মোবাইল ফোন হেফাজতে নিয়েছেন এনসিবি আধিকারিকরা। শ্রদ্ধা ও সারাকেও দীর্ঘ সময় ধরে জিজ্ঞাসাবাদ করেছেন এনসিবি আধিকারিকরা।
এদিন এনসিবির গেস্ট হাউস থেকে বেরিয়ে সংবাদমাধ্যমের মুখোমুখি হননি দীপিকা। সোজা গাড়িতে উঠে রওনা দেন তিনি। সূত্রের খবর, ২০১৭ সালে মাদক সম্পর্কিত হোয়াটসঅ্যাপ চ্যাট থেকেই এই অভিনেত্রীদের নাম পেয়েছে এনসিবি।
তাই এই সম্পর্কিত জেরা করা হয়েছে তাঁদের। তবে ঠিক কী প্রশ্ন করা হয়েছে বা অভিনেত্রীরা কী জবাব দিয়েছেন সে সম্পর্কে কারও তরফে কিছু জানানো হয়নি। গত বৃহস্পতিবার থেকে ম্যারাথন জেরা শুরু করেছে নারকোটিক্স কন্ট্রোল ব্যুরো।
সমন অনুযায়ী বৃহস্পতিবার মাদক তদন্তে বয়ান রেকর্ডের জন্য এনসিবি দফতরে হাজিরা দিয়েছিলেন ফ্যাশন ডিজাইনার সিমন খাম্বাট্টা। এরপর গতকাল জিজ্ঞাসাবাদ করা হয়েছে দীপিকা পাড়ুকোনের ম্যানেজার করিশ্মা প্রকাশ এবং অভিনেত্রী রকুল প্রীত সিংকে।
এনসিবি কর্তারা ৪ ঘণ্টা ধরে জেরা করেছেন রকুল প্রীতকে। তার থেকেও বেশি সময় ধরে জিজ্ঞাসাবাদ করা হয়েছে করিশ্মাকে।
প্রসঙ্গত, গত বৃহস্পতিবারই জেরা করার কথা ছিল রকুল প্রীত সিংকে। যদিও সেদিন সকালে অভিনেত্রী দাবি করেন যে নারকোটিক্স ব্যুরোর তরফে কোনও সমন পাননি তিনি।
পরে দুপুরের দিকে রকুল জানান, তিনি ঠিকানা বদল করেছিলেন। তাই সমনের চিঠি আসতে দেরি হয়েছে। এরপর শুক্রবার এনসিবি দফতরে যান রকুল প্রীত সিং। এছাড়াও গতকাল রকুল প্রীত সিং এবং করিশ্মা প্রকাশ ছাড়াও জেরা করা হয়েছে ক্ষিতীশ রবি প্রসাদ এবং অনুভব চোপড়াকেও। এরা দু’জনেই করণ জোহরের ধর্মা প্রোডাকশনের সঙ্গে যুক্ত ছিলেন।
http://sh103.global.temp.domains/~lyricsin/thequiry/sb-park-thakurpukur-new-durgapujo-theme-robot-mariya-kolkta/
শনিবার সকালে নারকোটিক্স ব্যুরোর একটি দল ক্ষিতীশ রবি প্রসাদের বাড়িতে তল্লাশি চালায়। তারপর ক্ষিতীশকে সঙ্গে নিয়েই দফতরে ফেরেন এনসিবি কর্তারা।
জানা গিয়েছে, এ যাবত্ এনসিবি যে সব মাদক পাচারকারীদের গ্রেফতার করেছে তাদের জিজ্ঞাসাবাদের সময় বারবার সামনে এসেছিল ক্ষিতীশের নাম। যদিও করণ জোহর জানিয়েছেন যে ক্ষিতীশ রবি প্রসাদ এবং অনুভব চোপড়াকে ব্যক্তিগত ভাবে মোটেও চেনেন না তিনি।
নারকোটিক্স কন্ট্রোল ব্যুরোর এই জেরার মাঝেও দিপিকার জেরা নিয়ে প্রশ্ন তুলেছেন কেউ কেউ। বিজেপি বিরোধী শিবিরের একাংশ বলছেন, জেএনইউ হামলার প্রতিবাদ করে ছিলের এই বলিউড অভিনেত্রী। এই দীর্ঘ সময় জেরা, বা ড্রাগ মামলায় টানা হেচরা তার কারণে নয় তো!