ফের উপত্যকা সফরে কেন্দ্রীয় প্রতিনিধি দল, অসন্তোষ স্থানীয় বাসিন্দাদের
দ্য কোয়ারি ওয়েবডেস্কঃ ৩৭০ ধারা বিলোপের পর কেমন রয়েছে জম্মু কাশ্মীরের পরিস্থিতি? সরেজমিনে তা খতিয়ে দেখতে বুধবারই দু’দিনের সফরে উপত্যাকায় হাজির ইউরোপীয় ইউনিয়নের একটি প্রতিনিধি দল।
সূত্রের খবর, বর্তমানে উপত্যাকার সামগ্রিক পরিস্থিতি নিয়ে তারা খোঁজখবর নেবেন। কথা বলবেন স্থানীয় বাসিন্দাদের সঙ্গে। এখানেই অসন্তোষ প্রকাশ করেছেন স্থানীয় বাসিন্দারা।
সাবরেজ বাশির ও ফিরদৌস ইলেহি নামে দুই ব্যক্তির কথায়, ইউরোপীয় ইউনিয়নের প্রতিনিধি দল উপত্যাকায় এলে তারা মুষ্টিমেয় কয়েকজন মানুষের সঙ্গেই কথা বলেন। যারা প্রত্যক্ষভাবে উপত্যকার রাজনৈতিক পরিস্থিতির পরিবর্তনের সঙ্গে জড়িত। ইউরোপীয় ইউনিয়নের প্রতিনিধিরা এখানে এলে তারা যে উপদেশ দেন সেগুলি কেন্দ্রীয় সরকারের তরফে গ্রহণ করা হয় না।
তাদের দাবি, কেন্দ্রীয় সরকার দেশের সাংসদদের উপত্যাকায় পাঠান। তারা এসে উপত্যাকার অভিজ্ঞতা সঞ্চয় করে নিয়ে যাবেন।
জম্মু-কাশ্মীরের বর্ষীয়ান কংগ্রেস নেতা ইমতিয়াজ খান ইউরোপীয় ইউনিয়নের প্রতিনিধিদের উপত্যাকা সফর বিষয়টি নিয়ে সরাসরি প্রশ্ন তুলে দিয়েছেন কেন্দ্রীয় সরকারের বিরুদ্ধে।
ক্ষোভ প্রকাশ করে তিনি বলেন, বিদেশি প্রতিনিধিদল আসে এবং নির্বাচিত কয়েকজনের সঙ্গে তারা কথা বলেন। এভাবে কোন পরিস্থিতি খতিয়ে দেখা সম্ভব হয় না।
তিনি আরও বলেন, কেন্দ্রীয় সরকারের অবিলম্বে উচিত সমস্ত রাজনৈতিক দলের প্রতিনিধিদের উপত্যকায় পাঠানো। যাতে তারা সাধারণ মানুষের সমস্যার শুনতে পারে। সেগুলির সমাধানের বিষয়ে এগিয়ে আসতে পারে।
৩৭০ ধারা বিলোপের পর বিষয়টি আন্তর্জাতিক স্তরে পৌঁছে যায়। কেন্দ্রীয় সরকারের বিরুদ্ধে বারবার সরব হয়েছেন দেশের বিরোধী দলগুলি। দীর্ঘদিন গৃহবন্দি করে রাখা হয়েছিল মেহবুবা মুফতি, ফারুক আব্দুল্লাহ ও ওমর আব্দুল্লাহার মত শীর্ষ নেতাদের।
চলতি বছরের অধিবেশন চলাকালীন জম্মু-কাশ্মীরের প্রসঙ্গে কংগ্রেস সাংসদ অধীর রঞ্জন চৌধুরী তুলোধোনা করেন কেন্দ্র সরকারকে। তিনি বলেন, ৩৭০ ধারা বিলোপের পর যে স্বপ্ন কেন্দ্র দেখিয়েছিল তা পূরণ করতে পারেনি। ৯০ হাজার কোটি টাকার বেশি স্থানীয় ব্যবসা নষ্ট হয়েছে। একইসঙ্গে কাশ্মীরি পণ্ডিতদের ২০০ -৩০০ একর জমি দেওয়ার ক্ষেত্রে ব্যর্থ কেন্দ্র। কাশ্মীরি পণ্ডিতদের ফিরিয়ে আনা সম্ভব হয়নি। নির্বাচনী ইস্তেহারে উপত্যাকা নিয়ে অনেক স্বপ্ন দেখানো হলেও বাস্তবে কেন্দ্রীয় সরকার তা পূরণে ব্যর্থ।
বিরোধীদের তীব্র নিশানার জবাবে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ বলেন, যথাসময়ে জম্মু-কাশ্মীর রাজ্যের মর্যাদা ফিরিয়ে দেওয়া হবে। একইসঙ্গে তিনি জানান জম্মু-কাশ্মীরের পুনর্গঠন আইন আনার অর্থ রাজ্যের মর্যাদা দেওয়া।
পাল্টা বিরোধীদের প্রশ্ন ছুঁড়ে দিয়ে তিনি বলেন ৩৭০ লধারা বিলোপ হয়েছে মাত্র ১৭ মাস। তার মধ্যেই কেন্দ্রের বিরুদ্ধে একাধিক বিষয়ে ব্যর্থতার অভিযোগ তুলছেন বিরোধীরা। ৭০ বছর ক্ষমতায় থেকে তারা কোন প্রতিশ্রুতি পালন করেছেন?
আন্তর্জাতিক বিশেষজ্ঞদের মতে, আন্তর্জাতিক প্রতিনিধি দল উপত্যাকার সফরে এসে বাস্তবে দেখার চেষ্টা করছেন কেন্দ্র সরকার যা বলছে তার সঙ্গে পরিস্থিতির পরিবর্তন করা সম্ভবপর হচ্ছে। কিন্তু সেখানেও প্রশ্ন তুলে দিলেন স্থানীয় বাসিন্দারা।
উল্লেখ্য এই প্রথম নয়। ২০১৯ সালের অক্টোবরে দিল্লির আমন্ত্রণে ইউরোপীয় ইউনিয়নের প্রতিনিধি দল উপত্যাকা সফরে এসেছিলেন। তারপর বয়ে গিয়েছে অনেক জল। তবে এবারের উপত্যাকার সফর শেষ করে ইউরোপীয় ইউনিয়নের প্রতিনিধিরা রিপোর্ট জমা দেন সেটাই দেখার