রবিবারের বারবেলায় ভূমিকম্পে কেঁপে উঠল রাজধানী

দ্য কোয়ারি ওয়েবডেস্কঃ রবিবারের বার বেলায় মৃদু ভূমিকম্পে কেঁপে উঠল রাজধানী দিল্লি। রিখটার স্কেলে যার মাত্রা ছিল ২.১। ঘটনায় হতাহতের কোনও খবর মেলেনি। এদিন বেলা ১২ টা নাগাদ মৃদু ভূমিকম্পে কেঁপে ওঠে দিল্লির পাঞ্জাবী বাঘের আশেপাশের ৭ কিলোমিটারের এলাকা। এই প্রথমবার ভূমিকম্পের কেন্দ্রস্থল হল দিল্লি৷

ঘটনার পর থেকেই আতঙ্কিত এলাকাবাসী। উঁচু জায়গা ছেড়ে বেরিয়ে আসেন অনেকেই। গত ফেব্রুয়ারি মাসে দিল্লি থেকে ১২০০ কিলোমিটার দূরে তাজিখিস্তানে ভূমিকম্পের উৎপত্তি হয়। রিখটার স্কেলে যার মাত্রা ছিল ৬.৩। দিল্লিতেও তার প্রভাব অনুভুত হয়েছিল। ১৯৫৬ সালে সবচেয়ে বেশী ভূমিকম্প অনুভব করেন দিল্লিবাসী। রিখটার স্কেলে যার মাত্রা ছিল ৬.৭।

জম্মু-কাশ্মীর নিয়ে প্রধানমন্ত্রীর বাসভবনে চলছে গুরুত্বপূর্ণ বৈঠক

ভূবিজ্ঞানীরা জানিয়েছেন, পাঁচটা সেসমিক জোনের মধ্যে চতুর্থ জোনে পড়ে দিল্লি। রাজধানী দিল্লি কখনও কোনও ভূমিকম্পের এপিসেন্টার হয়েছে, এমন উদাহরণ বিরল। মধ্য এশিয়া এবং হিমালয় বরাবর ভূমিকম্প হলেও দিল্লিতে তা অনুভূত হয়।

ফেব্রুয়ারি মাসেই উত্তরভারত সহ দিল্লিতে শক্তিশালী ভূমিকম্প হয়। সেবার দিল্লি ছাড়াও কম্পনে কেঁপে ওঠে পঞ্জাব, নয়ডা, জম্মু, উত্তরাখণ্ড। রিখটার স্কেলে কম্পনের মাত্রা ছিল ৬.১। এরপর একাধিক আফটারশকও অনুভূত হয়েছে বলে খবর।

সম্পর্কিত পোস্ট