২২ জানুয়ারি নির্ভয়াকাণ্ডে চার দোষীদের ফাঁসির নির্দেশ দিল আদালত

দ্য কোয়ারি ওয়েবডেস্কঃ আট বছর পর নির্ভয়া কাণ্ডে ৪ দোষীদের মৃত্যু পরোয়ানা জারি করল দিল্লি পাটিয়ালা হাউস আদালত। আগামী ২২ জানুয়ারি সকাল ৭ টায় মুকেশ সিং, পবন গুপ্তা, বিনয় শর্মা এবং অক্ষয় সিংকে ফাঁসি দেওয়ার নির্দেশ দিয়েছে আদালত। বুধবার ভিডিও কনফারেন্সের মাধ্যমে দোষীদের রায় দেন বিচারপতি সতীশ আরোরা।

২০১৮ সালে দোষীদের সাজা কার্যকর করার সময় এগিয়ে আনার জন্য পাটিয়ালা কোর্টে আবেদন জানিয়েছিলেন নির্ভয়ার মা-বাবা। একাধিকবার আর্জি জানানোর পরেও মামলার চূড়ান্ত সিদ্ধান্ত জানাতে সময় নেয় আদালত।  এদিন মৃত্যুদণ্ডের রায় শোনার পর নির্ভয়ার মা জানিয়েছেন, “আইনের প্রতি মানুষের বিশ্বাস ফিরবে। দেশের সমস্ত নির্যাতিতা পরিবারের কাছে এদিন আনন্দের দিন বলে জানিয়েছেন তিনি।  অন্যদিকে নির্ভয়ার বাবা বলেন, এই রায় অপরাধীদের মনে ভয় সঞ্চার করবে বলে আশা রাখছি।

গত ১৮ ডিসেম্বর নির্ভয়া মামলার শুনানিতে সুপ্রিম কোর্ট জানায়, ২০১৭ সালের রায়ে কোনও ত্রুটি ছিল না। তাই দোষীদের মৃত্যুদণ্ডের সাজাই বহাল রাখে দেশের সর্ব্বোচ্চ আদালত। এরপরেই দোষী অক্ষয় ঠাকুরের পুনর্বিবেচনার মামলা খারিজ করে আদালত। অক্ষয় ঠাকুরের পর ফের শীর্ষ আদালতে উপস্থিত হয় আরও এক দোষী পবন গুপ্তা। পবনের আইনজীবী এপি সিং জানিয়েছেন ২০১২ সালে পবনের বয়স ১৮ বছর ছিল না। তাই আদালতে পবনের ক্ষেত্রে জুভেনাইল জাস্টিস অনুযায়ী রায়দানের আর্জি জানান তিনি।

মঙ্গলবার এই রায়দানের পর এক-দুদিনের মধ্যে সুপ্রিম কোর্টে যাওয়ার কথা জানিয়েছেন আইনজীবী এপি সিং। তাঁর অভিযোগ, শুরু থেকেই দোষীদের ওপর প্রভাব ফেলার চেষ্টা করা হয়েছে।

২০১২ সালের ১৬ ডিসেম্বর রাজধানীতে ২০ বছর বয়সী এক মেডিক্যাল ছাত্রীর ওপর নৃশংসভাবে অত্যাচার চালায় দোষীরা। ঘটনায় পাঁচ জনকে ফাঁসির নির্দেশ দেয় আদালত। জেলে থাকাকালীন আত্মহত্যা করে রাম সিং নামে এক দোষী। ওপর একজন নাবালক হওয়ার দরুণ তিন মাসের জেল খাটার পর ছাড়া পেয়ে যায়।

সম্পর্কিত পোস্ট