জামিয়া কান্ড, জখম পড়ুয়ার দু’কোটি ক্ষতিপূরণ মামলায় কেন্দ্রকে নোটিশ দিল্লি হাইকোর্টের

গত ১৫ ডিসেম্বর জামিয়া মিলিয়া ইসলামিয়া ইউনিভারসিটি (জেএমআইইউ)-তে পুলিশের নৃশংস হামলায় গুরুতর জখম পড়ুয়া সাজ্জান মুজিব দু’কোটি টাকা ক্ষতিপূরণের জন্য হাইকোর্টে আবেদন জানিয়েছেন।

দ্য কোয়ারি ডেস্ক : জামিয়ার পড়ুয়ার ক্ষতিপূরণ মামলায় কেন্দ্রীয় সরকারকে নোটিশ করল দিল্লি হাইকোর্ট।পাশাপাশি, দিল্লি সরকার এবং দিল্লি পুলিশকেও নোটিশ করেছে আদালত।

জামিয়া কান্ড, গুরুতর জখম পড়ুয়া সাজ্জান মুজিবের ক্ষতিপূরণ দাবি

গত ১৫ ডিসেম্বর জামিয়া মিলিয়া ইসলামিয়া ইউনিভারসিটি (জেএমআইইউ)-তে পুলিশের নৃশংস হামলায় গুরুতর জখম পড়ুয়া সাজ্জান মুজিব দু’কোটি টাকা ক্ষতিপূরণের জন্য হাইকোর্টে আবেদন জানিয়েছেন।

মুজিব বলেছেন, ওই দিন তিনি লাইব্রেরিতে বসেছিলেন। আচমকা পুলিশ হামলা চালায়।

তাঁর দু’টি পা ভেঙেচুরে যায়। ইতিমধ্যেই চিকিৎসার জন্য তাঁর আড়াই লক্ষ টাকা খরচ হয়ে গিয়েছে।

চিকিৎসার জন্য আরও অর্থের প্রয়োজন উল্লেখ করে দু’কোটি টাকা ক্ষতিপুরণের জন্য আদালতের কাছে আবেদন করেছেন মুজিব।

সেই আবেদনের প্রেক্ষিতে সোমবার দিল্লি হাইকোর্টের প্রধান বিচারপতি  ডিএন পটেল ও বিচারপতি সি হরিশঙ্কর কেন্দ্রীয় সরকার, দিল্লি সরকার ও দিল্লি পুলিশের বক্তব্য জানতে চেয়ে নোটিশ করেছে।

সেই সঙ্গে আদালত বলেছে, কেবলমাত্র হলফনামা নয়, এই দাবির পক্ষে কিছু প্রমাণও দরকার।

মুজিবের আইনজীবী নাবিলা হাসান আদালতে বলেন, লাইব্রেরিতে পড়ছিলেন মুজিব।লাইব্রেরিতে সিসিটিভিও আছে বলেও উল্লেখ করেন তিনি।

জামিয়া কান্ড -এর সিসিটিভি ফুটেজ ছড়িয়ে পড়ায় উত্তাল সোশ্যাল মিডিয়া

এদিকে জামিয়ার লাইব্রেরিতে পড়ুয়াদের উপর পুলিশের হামলার একটি সিসিটিভি ফুটেজ রবিবার সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়েছে।

Video Courtsey : Twitter

ওই ফুটেজে দেখা যাচ্ছে, ১৫ ডিসেম্বর সন্ধ্যায় লাইব্রেরির ভিতরে ঢুকে পুলিশ, সিআরপিএফ এবং উর্দিবিহীন লোকজন লাঠি ও ব্যাটন দিয়ে বেধড়ক মারধর করছে পড়ুয়াদের, লাইব্রেরির আসবাব ভাঙচুর করছে।

ভিডিও ফুটেজ ছড়িয়ে পড়ার পর পুলিশের এই নৃশংস হামলার বিরুদ্ধে ফের নিন্দার ঝড় উঠেছে।

যদিও এদিন এই ফুটেজের সত্যতা স্বীকার করে জামিয়া কর্তৃপক্ষ জানিয়েছে, এই ভিডিও তারা প্রকাশ করেনি।

উল্লেখ্য, জামিয়ায় ওইদিন পুলিশের হামলায় শতাধিক পড়ুয়া জখম হয়। হাসপাতালে ভর্তি করতে হয় এদের অনেককেই।

আরও পড়ুন : জামিয়ায় হামলা চালাল কারা? নয়া ভিডিও প্রকাশ জামিয়ার

আরও পড়ুন : দেশের রাজধানীতে জীবনের ঝুঁকি নিয়ে স্কুলে যায় পড়ুয়ারা, দিল্লি সরকারের রিপোর্ট চাইল জাতীয় মানবাধিকার কমিশন

আরও পড়ুন : গলছে আন্দোলনের বরফ, স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে দেখা করবে শাহিনবাগ

বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে ঢুকে পুলিশের কাদানে গ্যাস প্রয়োগ ও লাঠিচার্জের ঘটনায় দেশজুড়ে নিন্দার ঝড় ওঠে।

সেসময় জামিয়ার উপাচার্জ নাজমা আখতার জানান, ক্যাম্পাসে ঢোকার জন্য কোনও অনুমতি নেয়নি পুলিশ।

এরপর দু’মাস পার হয়ে গিয়েছে। কিন্তু পুলিশের  বিরুদ্ধে বিশ্ববিদ্যালয় কতৃপক্ষ বা পড়ুয়াদের তরফে কোনও এফআইআর দায়ের হয়নি।

এনিয়ে কোনও এফআইআর হয়নি পুলিশের পক্ষ থেকেও। এখন বিশ্ববিদ্যালয় কতৃপক্ষ ও পড়ুয়ারা আদালতের দ্বারস্থ হয়েছে।

জামিয়ার পড়ুয়া সাজ্জান মুজিবের ক্ষতিপূরণের আবেদন নিয়ে শুনানির আগে পুলিশের হামলার ফুটেজ অস্বস্তিতে ফেলেছে দিল্লি প্রশাসনকে।

যদিও ঘটনার দিন লাইব্রেরি ঢোকার কথা অস্বীকার করেছিল দিল্লি পুলিশ।

এই ফুটেজ প্রকাশ্যে আসার পর দিল্লি পুলিশ বলেছে, ওই ফুটেজ পরীক্ষা করে দেখা হবে।ওটা এডিটেড ভিডিও ফুটেজও হতে পারে।

সম্পর্কিত পোস্ট