মানুষের অসহায়তার সুযোগকে কাজে লাগিয়ে দেদার বিকোচ্ছে নকল রেমিডিসিভির, গ্রেফতার ৫

দ্য কোয়ারি ডেস্ক : করোনা সংক্রমনের দ্বিতীয় ঢেউ সামলাতে হিমশিম খাচ্ছে গোটা দেশ। অপ্রতুল অক্সিজেন। মিলছেনা প্রয়োজনীয় ওষুধ। রোগীকে বাঁচাতে পরিবারের লোকজন হন্যে হয়ে খুঁজে বেড়াচ্ছেন এপ্রান্ত থেকে ওপ্রান্ত।

মানুষের এই অসহায়তার সুযোগকে কাজে লাগিয়েই রমরমিয়ে চলছে কালোবাজারি। হাতেনাতে রেমডেসিভির নকল ওষুধ বানানো থেকে বিক্রির একটি চক্রকে ধরল দিল্লি পুলিশ। গ্রেফতার করা হয়েছে ৫ জনকে।

জানা গেছে এই কালোবাজারি চক্র একেকটি ফাইল 25 থেকে 40 হাজার টাকায় বিক্রি করছে। এই সূত্র ধরেই মুম্বাই দিল্লি শহর একাধিক জায়গা থেকে গ্রেফতার করা হচ্ছে অভিযুক্তদের।

দিল্লি পুলিশ সূত্রে খবর, উত্তরাখণ্ডের একটি কারখানায় নকল রেমিডিসিভির তৈরি হচ্ছিল।

বৃহস্পতিবার সে খবর গোপন সূত্র মারফত জানতে পেরেই সংশ্লিষ্ট এলাকায় তল্লাশি অভিযান চালায় দিল্লি পুলিশ। সেখান থেকেই বাজেয়াপ্ত করা হয়েছে 196 টি নকল রেমিডিসিভির ইঞ্জেকশন। উদ্ধার করা হয়েছে প্যাকিং মেশিন এবং ওষুধের খালি প্যাকেট।

গ্রেফতারের পর এই অভিযুক্তদের ম্যারাথন জেলার শুরু করে দিল্লি পুলিশ। জেরায় জানা যায় এর মধ্যে প্রায় ২ হাজার নকল ইঞ্জেকশন বিক্রি করেছে তারা।

দিল্লি পুলিশ কমিশনার এস এন শ্রীবাস্তব টুইট করে গোটা বিষয়টি প্রকাশ্যে এনেছেন। একই সঙ্গে তিনি সাধারণ মানুষকে আরও সতর্ক হওয়ার আবেদন জানিয়েছেন।

গোটা ঘটনার সামনে আসতেই নড়েচড়ে বসেছে প্রশাসন। এই কঠিন পরিস্থিতিতে মানুষের অসহয়তাকে কাজে লাগিয়ে অসাধু কাজ যাতে কেউ না করতে পারে সেদিকে কড়া দৃষ্টি নিক্ষেপ করেছে প্রশাসন।

সম্পর্কিত পোস্ট