আসন্ন ৫ রাজ্যের নির্বাচন, যন্তর-মন্তর থেকে সংসদভবন, কৃষক আন্দোলনের আঁচ উর্দ্ধমুখী

দ্য কোয়ারি ওয়েবডেস্কঃ কৃষক বিক্ষোভে আরো একবার উত্তাল হয়ে উঠতে পারে রাজধানী। সংসদ ভবনের বাইরে ২২ জুলাই থেকে অবস্থান বিক্ষোভে সামিল হবেন কৃষকরা। সংযুক্ত মোর্চার তরফে জানানো হয়েছে যন্তর-মন্তরের সামনে অবস্থান বিক্ষোভ কর্মসূচি চলবে।

তবে সংসদ ভবনের বাইরে প্রায় ২০০ জন কৃষক অবস্থান শুরু করবেন। অধিবেশন চলাকালীন প্রতিদিন সকাল ১১ টা থেকে বিকেল ৫ টা পর্যন্ত এই কর্মসূচি চলবে। ৯ আগস্ট পর্যন্ত লাগাতার কর্মসূচি চলবে বলে জানিয়েছেন সংযুক্ত কিষান মোর্চা।

সিংঘু সীমান্ত থেকে সংসদ ভবন পর্যন্ত পায়ে হেঁটে যাওয়ার দাবি কৃষকরা জানালেও তাদের যাতায়াতের জন্য বিশেষ বাসের ব্যবস্থা করা হয়েছে। সামাজিক দূরত্ব সহ করো না বিধি মেনে কৃষকদের এই প্রতিবাদ কর্মসূচির অনুমতি দিয়েছে দিল্লি পুলিশ।

২৬ জানুয়ারি ঘটনার পুনরাবৃত্তি যাতে না হয় তার জন্য বিবৃতি জারি করে দিল্লি পুলিশ জানিয়েছে, করোনা বিধি নিষেধের কথা মাথায় রেখেই পদযাত্রা থেকে কৃষকদের বিরত থাকার অনুরোধ জানানো হচ্ছে।

নরেন্দ্র মোদি সরকারের ৩ কৃষক আইনের বিরুদ্ধে গত নভেম্বরের শেষ থেকে দিল্লি সীমানায় আন্দোলন চালিয়ে যাচ্ছেন কৃষকরা। গাজিয়াবাদ, সিংঘু, টিকরি সীমান্তসহ একাধিক জায়গা কৃষক আন্দোলনে রণংদেহি চেহারা নেয়।

দিল্লিতে কৃষক সংসদের ধাক্কা খাচ্ছে মোদী সরকার

প্রসঙ্গত মন্ত্রিসভায় রদবদলের পর কেন্দ্রীয় কৃষিমন্ত্রী নরেন্দ্র সিং তোমার নতুন করে কৃষকদের সঙ্গে আলোচনায় বসার প্রস্তাব দিয়েছিলেন। তাতে কৃষক নেতা জানান, সরকার যদি পূর্বনির্ধারিত শর্ত মেনে আলোচনায় বসতে রাজি থাকে তাহলেই প্রস্তাব গ্রহন করবেন। অন্যথায় আলোচনা থেকে সরে যাবেন।

উল্লেখ্য উত্তরপ্রদেশ সহ বাকি পাঁচ রাজ্যের বিধানসভা নির্বাচন আসন্ন। তার তার আগে কৃষকদের এই লাগাতার বিক্ষোভ নির্বাচনের প্রভাব ফেলতে পারে বলে মনে করছে কেন্দ্রীয় সরকার। এই পরিস্থিতিতে দাঁড়িয়ে সরকার কী পদক্ষেপ নেয় সেদিকে নজর রয়েছে গোটা দেশের।

সম্পর্কিত পোস্ট