দিল্লি নাকি কলকাতা, কোথায় মুখ্যসচিবের ডেস্টিনেশন?

দ্য কোয়ারি ওয়েবডেস্কঃ মুখ্যসচিব আলাপন বন্দ্যোপাধ্যায়কে নিয়ে বাড়ছে রাজনৈতিক উত্তাপ। কারণ, আলাপন বন্দ্যোপাধ্যায়কে ছাড়তে রাজি নয় রাজ্য সরকার। সোমবার সকালেই এনিয়ে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে চিঠি দিলেন মমতা বন্দোপাধ্যায়।

সোমবার সকাল সাড়ে দশটায় নর্থব্লকে হাজিরা দেওয়ার কথা ছিল মুখ্যসচিবের। কিন্তু তা না করায় আলাপন বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে ব্যবস্থা নিতে চলেছে কেন্দ্র সরকার।

প্রধানমন্ত্রীকে পাঠানো চিঠিতে মমতা বলেন, রাজ্য সরকারের সঙ্গে কোনওরকম আলোচনা না করেই মুখ্যসচিবকে চিঠি দিয়েছে কেন্দ্র।
কিছুদিন আগেই রাজ্য সরকারের তরফে অনুরোধ করা হয় মুখ্যসচিবের মেয়াদ ছয় মাসের জন্য বাড়িয়ে দেওয়া হয়৷ পরে কেন্দ্রের তরফে তা তিন মাস বাড়ানো হয়। সেই নিয়ে প্রশ্ন তুলেছেন মুখ্যমন্ত্রী।

একইসঙ্গে মুখ্যমন্ত্রী বলেন, রাজ্যের করোনা পরিস্থিতিতে মুখ্যসচিবের ভূমিকা গুরুত্বপূর্ণ। রাজ্যের মানুষের কথা ভেবে চিঠি প্রত্যাহারের অনুরোধ করেন তিনি। রাজ্য এই মুহুর্তে কঠিন সময়ের মধ্যে দিয়ে যাচ্ছে। তাই এখন মুখ্যসচিবকে ছাড়া সম্ভব নয় বলে জানিয়েছেন মুখ্যমন্ত্রী।

উল্লেখ্য, শুক্রবার কেন্দ্রের তরফে চিঠি দিয়ে মুখ্যসচিব আলাপন বন্দ্যোপাধ্যায়কে নর্থ ব্লকে উপস্থিত হওয়ার কথা জানানো হয়। এর পরেই কেন্দ্রের সিদ্ধান্ত নিয়ে টুইটারে সুর চড়াও করেন মহুয়া মৈত্র, কুণাল ঘোষরা৷

সম্পর্কিত পোস্ট