অশান্ত উত্তরপূর্ব দিল্লিতে মৃত ১০, নামতে পারে সেনা
দ্য কোয়ারি ডেস্কঃ রাজধানী দিল্লির উত্তরপূর্বের বিভিন্ন এলাকায় ক্রমবর্ধমান অশান্তি নিয়ন্ত্রণে নামতে পারে সেনা। পুলিশ বাহিনীর ক্ষমতা বাড়িয়ে আইনশৃঙ্খলা স্বাভাবিক করার জন্য কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের কাছে আবেদন জানিয়েছেন দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়াল।
সূত্রের খবর, সোমবার রাতে উভয়ের বৈঠকের পর এমন সিদ্ধান্তই নিতে চলেছে স্বরাষ্ট্রমন্ত্রক। কারণ, নাগরিকত্ব আইনের বিরুদ্ধে বিক্ষোভকে কেন্দ্র করে অশান্তি আরও বেড়েছে। ছড়িয়ে পড়েছে উত্তরপুর্ব দিল্লির বিভিন্ন এলাকায়। বিতর্কিত এই আইনের বিরোধীদের বিরুদ্ধে বিজেপি নেতা কপিল মিশ্রের হুমকির পর ঝামেলার সূত্রপাত হয়।
আরও পড়ুনঃ রণক্ষেত্র রাজধানী, পরিস্থিতি নিয়ন্ত্রনে জরুরী বৈঠকে অমিত শাহ-কেজরিওয়াল
নাগরিকত্ব আইনের পক্ষে প্রচারে আসা লোকজনের সঙ্গে এই আইনের বিরোধীদের সংঘর্ষ শুরু হয়। মারা যান ১০ জন। এর মধ্যে রয়েছেন দিল্লি পুলিশের এক কনস্টেবল। শতাধিক গুরুতর জখমের মধ্যে ৪৫ পুলিশকর্মীও রয়েছে। সেই সংঘর্ষ পরে ছড়িয়ে যায় জাফরাবাদ,মৌজপুর, ভজনপুরা, চাঁদপুর, করোল নগর, গোকুলপুরি, বিজয় পার্ক, যমুনা বিহার সহ উত্তরপূর্ব দিল্লির বিস্তীর্ণ এলাকায়।
Latest visuals from Chand Bagh area in violence-hit North East Delhi. https://t.co/F6xTzasXuP pic.twitter.com/U8U8WXRspc
— ANI (@ANI) February 25, 2020
সোমবারের মতো মঙ্গলবারও বিভিন্ন এলাকায় সংঘর্ষ ছড়িয়ে পড়েছে বলে খবর।দোকান ও বাড়ি ভাঙচুর এবং অগ্নিসংযোগের ঘটনা ঘটছে।ফায়ার ব্রিগেডের গাড়িও হামলাকারিদের হাত থেকে রেহাই পায়নি। সংঘর্ষ চলাকালীন পুলিশকে দর্শক হয়ে দাঁড়িয়ে থাকতেও দেখা গিয়েছে বলে খবর।
শান্তি বজিয়ে রাখার জন্য দুপক্ষের সঙ্গে দফায় দফায় আলোচনা চালাচ্ছে পুলিশ। শান্তির আবেদনও জানাচ্ছে।বারবার শান্তির আবেদন জানিয়েছেন দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়াল, উপমুখ্যমন্ত্রী মনিশ শিশোদিয়া, স্বরাজ পার্টির নেতা যোগেন্দ্র যাদব, দিল্লির উপরাজ্যপাল প্রমুখ।এদিন রাজঘাটে শান্ত্রির জন্য প্রার্থনায় বসেছেন কেজরিওয়াল।
আরও পড়ুনঃ ১৭ রাজ্যের ৫৫ রাজ্যসভা আসনে ভোট ২৬ মার্চ, জানাল নির্বাচন কমিশন
হিংসা নিয়ন্ত্রণে গতকাল দিল্লি উত্তরপূর্বের ১০টি এলাকায় ১৪৪ জারি করা হয়েছে।প্রচুর পুলিশের পাশাপাশি ১০০০ সশস্ত্র পুলিশ মোতায়েন করা হয়েছে। অন্য রাজ্য থেকে সমাজবিরোধীরা যাতে না ঢুকে পড়ে, তা্র জন্য আন্তঃ রাজ্য সীমান্তেও বাড়ানো হয়েছে নজরদারি।
#WATCH Delhi Commissioner of Police, Amulya Patnaik: Some news agency ran the news that Delhi Police said that it has not got adequate forces from MHA, this information is wrong. MHA is continually supporting us & we have adequate forces. Delhi police denies this completely. pic.twitter.com/C8r9Vtueeg
— ANI (@ANI) February 25, 2020
দিল্লির এই হিংসা নিয়ে কেন্দ্রের শাসকদল বিজেপি ও বিরোধীদের চাপানউতোর চলছে। বিজেপির বক্তব্য, মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সফরের সময় পরিকল্পনা করে কিছু লোক প্রচার পাওয়ার জন্য এ ঘটনা ঘটিয়েছে।
অন্যদিকে, বিজেপি নেতার উস্কানিমূলক বক্তৃতাকে দায়ি করে শান্তি বজিয়ে রাখার আবেদন জানিয়েছেন কংগ্রেস চেয়ারপার্সন সোনিয়া গান্ধি সহ বিরোধীরা। সিপিএম নেতা ইয়েচুরি সরাসরি বিজেপি নেতাদের বিদ্বেষ্ মুলক বক্তৃতাকেই এই অশান্তি সৃষ্টির জন্য দায়ি করেছেন।
রাজনৈতিক নেতারা সবাই শান্তি ফেরানোর আবেদন জানালেও অশান্তি অব্যাহত বলেই খবর।কোথাও কোথাও চাপা উত্তেজনাও রয়েছে।দিল্লিতে হিংসা নিয়ন্ত্রণে সেনা নামানোর সিদ্ধান্তের খবর থাকলেরও সূত্র মারফৎ সর্বশেষ খবরে জানা গিয়েছে, সেনা তো নয়ই, অতিরিক্ত বাহিনীও চাইছে না দিল্লি পুলিশ।
দিল্লি পুলিশের দাবি, পরিস্থিতি নিয়ন্ত্রণে রয়েছে। সেই মতো কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রকও জানিয়েছে, নিয়ন্ত্রণে রয়েছে উত্তরপূর্ব দিল্লির পরিস্থিতি।