#DelhiViolence দিল্লিতে শান্তি ফিরিয়ে আনার দাবিতে সরব ভারতীয় ক্রিকেটাররা

এবার দিল্লির ঘটনা নিয়ে সরব হলেন ভারতীয় ক্রিকেটারদের একাংশ। অবিলম্বে দিল্লিতে শান্তি ফিরিয়ে আনার দাবি জানিয়েছেন তাঁরা।

দ্য কোয়ারি ওয়েবডেস্কঃ গত চারদিন ধরে হিংসাত্মক সংঘর্ষের জেরে ছাড়খার রাজধানী। এখনো পর্যন্ত নিহত হয়েছেন ৩৪ জন। ক্রমশ লাফিয়ে লাফিয়ে বাড়ছে মৃতের সংখ্যা। এই ঘটনা নিয়ে সরব সমস্ত রাজনৈতিক দল। উদ্বেগ প্রকাশ করেছে রাষ্ট্রপুঞ্জ।

শান্তির দাবিতে সরব ভারতীয় ক্রিকেটাররা

এবার দিল্লির ঘটনা নিয়ে সরব হলেন ভারতীয় ক্রিকেটারদের একাংশ। অবিলম্বে দিল্লিতে শান্তি ফিরিয়ে আনার দাবি জানিয়েছেন তাঁরা।

ইরফান পাঠান, রোহিত শর্মা, বিরেন্দ্র সেহওয়াগ, হরভজন সিং, যুবরাজ সিং প্রত্যেকেই সম্প্রীতি ও শান্তি বজায় রাখার আবেদন জানিয়েছেন।

টুইট করে ইরফান পাঠান লিখেছেন, ঘৃণা এমন একটা রোগ, যা অতি সহজেই অন্যান্য রোগের তুলনায় ছড়িয়ে পড়ে। ঘৃণার কোনো জাত বা ধর্ম হয় না। শুধু সবকিছু জ্বালিয়ে শেষ করে দেয়।

ভারতীয় দলের প্রাক্তন ওপেনার বীরেন্দ্র সহবাগ টুইট করেছেন, দিল্লিতে যা হচ্ছে তা অত্যন্ত দুর্ভাগ্যজনক। সকলের কাছে আমার আবেদন, শান্ত থেকে দিল্লিতে আবার শান্তি ফিরিয়ে আনতে হবে।

 

যুবরাজ সিং যা দেখে টুইট করেন, দিল্লিতে যা ঘটছে, তা হৃদয়বিদারক। সাধারণ মানুষের কাছে অনুরোধ, আপনারা অবিলম্বে দাঙ্গা বন্ধ করুন। শান্তি ও সম্প্রীতি ফিরিয়ে আনা হোক দিল্লিতে।

আরও পড়ুন : সোশ্যাল মিডিয়ায় নিন্দায় সরব বলিউড থেকে টলিউড

রোহিত শর্মা টুইট করে বলেছেন আশা করি দিল্লিতে শান্তি ফিরিয়ে আনতে প্রশাসন দ্রুত ব্যবস্থা গ্রহন করবে।

টুইট করে একই দাবি জানিয়েছেন প্রাক্তন ভারতীয় ক্রিকেটার হরভজন সিং-ও।

সম্পর্কিত পোস্ট