রাজ্যে গণতন্ত্রের পরিবেশ বিঘ্নিত,৮ সেপ্টেম্বর রাজ্যের প্রতিটি বিডিও অফিসের সামনে বিক্ষোভ বিজেপির
দ্য কোয়ারি ওয়েবডেস্কঃ বিজেপিতে দিলীপ ঘোষ একা মুখ নয়, তলব করে সেটা পারতপক্ষে দিলীপ ঘোষকে বুঝিয়ে দিয়েছিল দিল্লির হাইকম্যান্ড। কলকাতায় ফিরে ঘুরিয়ে ফিরিয়ে সেই বার্তাই দিলেন রাজ্য সভাপতি।
বললেন, “মুকুলদা সিনিয়র লিডার। করোনার কথা মাথ্য রেখেই ওনাকে কম বেরোতে বলা হয়েছে। তবে লড়াইয়ের জন্য সর্বদা প্রস্তুত তিনি।
দ্বন্দ্বের আগুন বাড়ার আগেই জল ঢেলে দিলেন দিলীপ ঘোষ। ২১ নির্বাচনী বৈঠকের শুরুটা নিজের বাড়িতেই শুরু করলেন রাজ্য বিজেপি সভাপতি। বৈঠকে উপস্থিত ছিলেন রাহুল সিনহা, মুকুল রায় সহ কৈলাশ বিজয়বর্গীয় এবং অরবিন্দ মেননের মতো শীর্ষ নেতৃত্ব।
এদিনের বৈঠকে শুধুমাত্র হাওড়া-হুগলীর জেলার কথাই উল্লেখ ছিল না। বরং বিজেপি যে ঐক্যবদ্ধভাবে কাজ করছে সেই বার্তাও দিল বাংলার গেরুয়া শিবিরের নেতারা।
আর বৈঠকের শেষে বারবার সেই অঙ্কই মেলানোর চেষ্টা করলেন সভাপতি দিলীপ ঘোষ৷ বরং মুকুল রায়ের স্বাস্থ্যবিধির কথা উল্লেখ করে খানিকটা ঘুরিয়ে বললেন, বাংলায় বিজেপি ক্ষমতায় আসবে। সেটা অনেকের সহ্য হচ্ছে না। তাই ভুলভাল খবর রটানো হচ্ছে।
আইপিএলের টাইটেল স্পনসর ড্রিম ইলেভেন
২১ এর নির্বাচনকে পাখির চোখ করেই ঘুটি সাজাতে শুরু করল গেরুয়া শিবির। আগামী ৫ দিন জেলার নেতাদের সঙ্গে বৈঠক করবে শীর্ষ নেতৃত্ব। এবিষয়ে রাজ্য সভাপতি বলেন, ভারতের ১৭ টি রাজ্যে বিজেপি যেভাবে ক্ষমতায় রয়েছে, বাংলাতেও ক্ষমতায় আসতে চলেছে তারা। সেই লক্ষেই দীর্ঘ বৈঠকের ডাক দিয়েছে বঙ্গ বিজেপি।
এছাড়াও রাজ্য সরকারের বিপক্ষে আন্দোলনের সুচী তৈরি করল গেরুয়া শিবির। রাজ্যে গণতন্ত্রের পরিবেশ বিঘ্নিত হচ্ছে। এই অভিযোগ বরাবরই তুলে আসছেন বিজেপি নেতারা৷ সেই ইস্যুকে সামনে রেখে ৮ সেপ্টেম্বর রাজ্যের প্রতিটি বিডিও অফিসের সামনে বিক্ষোভ দেখাবে গেরুয়া শিবির।