অধিবেশনের শুরু আগে বিধানসভার সামনে বিক্ষোভে ‘শিক্ষক ঐক্য মুক্ত মঞ্চ’ এর
দ্য কোয়ারি ওয়েবডেস্কঃ শিক্ষিকাদের অভিযানে ব্যাপক উত্তেজনা বিধানসভা চত্বরে। গেটের বাইরে শিক্ষিকাদের তুমুল বিক্ষোভে প্রশ্নও উঠছে পুলিশের ভুমিকা নিয়ে। কিভাবে পুলিশের নজর এড়িয়ে বিধানসভা চত্বরে ঢুকে পড়লেন শিক্ষিকারা? প্রশ্নও উঠছে।
বুধবার সকাল থেকেই শুরু হয়েছে বিশেষ অধিবেশন। তার আগেই বিধানসভার ৬ নং গেটের সামনে বিক্ষোভ দেখান ‘শিক্ষক ঐক্য মুক্ত মঞ্চ’ এর সদস্যরা। সমকাজে সমবেতন, শিক্ষক নিয়গে স্বচ্ছতার দাবী এবং কোভিড বিধি মেনে শিক্ষা প্রতিষ্ঠান খোলা সহ একাধিক দাবীতে বিধানসভার সামনে বিক্ষোভ দেখাতে শুরু করেন শিক্ষিকারা।
আরও পড়ুনঃ মঞ্চে কারা ? ২৯ এর বৈঠকে জল মাপবেন মুখ্যমন্ত্রী
অভিযোগ, দীর্ঘদিন ধরে সরকারের কাছে দাবী জানানো হলেও তাঁকে গুরুত্ব দেয়নি সরকার। এদিন বিক্ষোভ দেখাতে গিয়ে গেটের উপর উঠে পড়েন শিক্ষিকারা। পরে মহিলা পুলিশ এসে তাঁদেরকে নামিয়ে নিয়ে যান।
প্রথমদিকে পর্যাপ্ত পুলিশ অফিসার না থাকার কারণে বিক্ষোভ সরাতে বেগ পেতে হয় পুলিশকে। পরে মহিলা পুলিশ এনে তাঁদেরকে সরানো হয়। গোটা ঘটনার পিছনে রাজনৈতিক মদত রয়েছে বলে দাবি করেছেন পুরমন্ত্রী ফিরহাদ হাকিম।
ঘটনার পরে ৫০ জনকে গ্রেফতার করা হয়েছে। এদিন মুখ্যমন্ত্রীর সঙ্গে দেখা করতে চান বিক্ষোভকারী শিক্ষকরা। পরে জানা যায় এদিন অধিবেশনে তিনি আসবেন না।