আন এডেড মাদ্রাসাগুলির জন্য বরাদ্দ অর্থের রিলিজ অর্ডার প্রকাশ করল সংখ্যালঘু বিষয়ক ও মাদ্রাসা শিক্ষা দফতর

দ্য কোয়ারি ওয়েবডেস্কঃ   রাজ্যের সংখ্যালঘুদের জন্য ফের সুখবর বয়ে আনল রাজ্যের সংখ্যালঘু বিষয়ক ও মাদ্রাসা শিক্ষা দফতর। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় রাজ্য সরকারের অন্তর্বর্তীকালীন বাজেটে ঘোষণা করেছিলেন রাজ্যের সরকার অনুমোদিত আন এডেড মাদ্রাসাগুলির জন্য ৫০ কোটি টাকা বরাদ্দ করার কথা।

সেই ঘোষণা অনুযায়ী ২০২১-২২ বর্ষের রাজ্যের আন এডেড মাদ্রাসার জন্য ‘স্টেট স্পনসর্ড স্কিম ফর প্রভাইডিং কোয়ালিটি অ্যান্ড সায়েন্টিফিক এডুকেশন ইন আন এডেড মাদ্রাসাস’ প্রকল্পে প্রায় ৪৪ কোটি টাকার রিলিজ অর্ডার প্রকাশ করল সংখ্যালঘু বিষয়ক ও মাদ্রাসা শিক্ষা দফতর।

গত ১৪ ফেব্রুয়ারি জারি করা ওই রিলিজ অর্ডারে মাদ্রাসা দফতরের সচিব গুলাম আনসারি জানান, ‘স্টেট স্পনসর্ড স্কিম ফর প্রভাইডিং কোয়ালিটি অ্যান্ড সায়েন্টিফিক এডুকেশন ইন আন এডেড মাদ্রাসাস’ প্রকল্পে ৪৩,৭৭,৪৫,০০০ টাকার রিলিজ করা হয়েছে ২০২১-২২ বর্ষের জন্য। এই বরাদ্দের টাকা অর্থ দফতরের অনুমতি সাপেক্ষে রিলিজ করা হয়েছে।

স্বাস্থ্যসাথী কার্ডে চিকিৎসা না মেলায় স্বেচ্ছামৃত্যুর আবেদন, মুখ্যমন্ত্রীর দ্বারস্থ অসহায় পরিবার

উল্লেখ্য, রাজ্যের প্রায় ১৫৩টি সরকার অনুমোদিত আন এডেড মাদ্রাসার জন্য এই টাকা দেওয়া হবে বলে জানা গেছে। এ ব্যাপারে পশ্চিমবঙ্গ আন্ এডেড মাদ্রাসা বাঁচাও কমিটি-র রাজ্য সম্পাদক আব্দুল ওহাব মোল্লা বলেন, আন এডেড মাদ্রাসা উন্নয়নের দাবি নিয়ে রাজ্যের পুর ও নগরোন্নয়ন মন্ত্রী ফিরহাদ হাকিমের সঙ্গে বৈঠকের পর থেকে আন এডেড মাদ্রাসাগুলি বরাদ্দ পাচ্ছে। সেই দাবি পূরণ হওয়া পথে।

ওহাব জানান, এর আগে মন্ত্রী ফিরহাদের উদ্যোগে প্রায় ৩১ কোটি ব্যয়ের অনুমোদন মিলেছিল। এবার খোদ মুখ্যমন্ত্রী রাজ্যের অন্তর্বর্তীকালীন বাজেটে আন এডেড মাদ্রাসার জন্য ৫০ কোটি টাকা বরাদ্দ করেছিলেন। এবার প্রায় ৪৪ কোটি টাকার ব্যয়ের অনুমোদন তারই সুফল বলে তিনি মন্তব্য করেন।

সম্পর্কিত পোস্ট