সাগরে ক্রমশ শক্তি বাড়াচ্ছে নিম্নচাপ, পরিস্থিতির ওপর কড়া নজর রাখছে নবান্ন
দ্য কোয়ারি ওয়েবডেস্কঃ সাগরে ক্রমশ শক্তি বাড়াচ্ছে নিম্নচাপ। যার জেরে দক্ষিণবঙ্গে চলতি সপ্তাহে দুর্যোগের পূর্বাভাস দিয়েছে আলিপুর আবহাওয়া দফতর। তারা জানিয়েছে, বঙ্গোপসাগরে নিম্নচাপের দরুণ কলকাতা-সহ দক্ষিণবঙ্গে চলতি সপ্তাহে ভারী বৃষ্টি হতে পারে। পরিস্থিতির ওপর কড়া নজর রাখছে নবান্ন।
সোমবার আবহাওয়া নিয়ে বিস্তারিত খোঁজ খবর নিয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। অকারণে আতঙ্ক না ছড়িয়ে প্রয়োজনীয় সমস্ত প্রস্তুতি নিতে তিনি প্রশাসনকে নির্দেশ দিয়েছেন। নবান্নে বিশেষ কন্ট্রোল রুম চলছে ৬ই আগস্ট থেকে। প্রয়োজনে বিপর্যয় মোকাবিলার সঙ্গে জড়িত আধিকারিক ও কর্মীদের ছুটি বাতিল করা হবে বলে নবান্ন সূত্রে জানা গিয়েছে।
রাজ্যপাল পদ তুলে দেওয়ার পক্ষে সওয়াল মন্ত্রী শোভনদেব চট্টোপাধ্যায়ের
হাওয়া অফিস সূত্রে জানা গিয়েছে, উত্তর-পশ্চিম বঙ্গোপসাগর এবং পশ্চিম-মধ্য বঙ্গোপসাগরে তৈরি হওয়া নিম্নচাপ আগামী ২৪ ঘণ্টায় আরও শক্তি বাড়াবে। যার ফলে বৃষ্টির পরিমাণ বাড়বে।
সোমবার দিনভর দক্ষিণবঙ্গের বেশিরভাগ জেলায় বিক্ষিপ্ত বৃষ্টি হয়ে হয়ছে। মঙ্গলবার থেকে বৃষ্টির পরিমাণ আরও বাড়বে। উপকূল এলাকায় বেশি বৃষ্টি হবে।
পূর্ব মেদিনীপুর ও দক্ষিণ ২৪ পরগনায় ভারী বৃষ্টি হতে পারে। বুধবার ও বৃহস্পতিবার কলকাতায় ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। অতি ভারী বৃষ্টির সতর্কতা জারি করা হয়েছে দুই ২৪ পরগনা, দুই মেদিনীপুর, ঝাড়গ্রামে। বৃষ্টির সঙ্গে বইবে দমকা হাওয়া। দক্ষিণবঙ্গের জেলাগুলিতে হাওয়ার বেগ সর্বোচ্চ হতে পারে ঘণ্টায় ৪০ থেকে ৫০ কিমি। সোমবার থেকে বৃহস্পতিবার পর্যন্ত সমুদ্রে যেতে মৎস্যজীবীদের নিষেধ করা হয়েছে।