রাজ্যে ডেপুটি নির্বাচন কমিশনার, জেলাস্তরের প্রশাসনিক কর্তাদের সঙ্গে সারবেন বৈঠক

দ্য কোয়ারি ওয়েবডেস্কঃ শুক্রবার প্রকাশিত হতে চলেছে রাজ্যের চূড়ান্ত ভোটার তালিকা। তার আগেই বুধবার আরও একবার রাজ্য সফরে ডেপুটি নির্বাচন কমিশনার সুদীপ জৈন। বুধবার সকাল থেকেই জেলায় জেলায় প্রশাসনিক কর্তাদের সঙ্গে বৈঠক করবেন তিনি।

শুক্রবারের চূড়ান্ত তালিকার ভিত্তিতেই হবে আগামী বিধানসভা নির্বাচন। ঠিক তার আগেই ডেপুটি নির্বাচন কমিশনার সুদীপ জৈনের পশ্চিমবঙ্গ সফর অত্যন্ত গুরুত্বপূর্ণ বলে মনে করা হচ্ছে।

গত মাসেই ভোটের প্রস্তুতি খতিয়ে দেখতে রাজ্যে এসেছিলেন ডেপুটি নির্বাচন কমিশনার। গতবারেই রাজ্যের আইন-শৃঙ্খলা পরিস্থিতি নিয়ে ডেপুটি নির্বাচন কমিশনারের কাছে উপস্থিত হন রাজনৈতিক নেতারা।   সূত্রের খবর, উত্তরবঙ্গের জেলাগুলি ছাড়াও দক্ষিণবঙ্গের বর্ধমান এবং ডিভিশনের জেলা প্রশাসন আধিকারিকদের সঙ্গে বৈঠক করবেন তিনি। একইসঙ্গে রাজনৈতিক দলগুলির সঙ্গে একপ্রস্থ বৈঠকে বসতে পারেন তিনি।

http://sh103.global.temp.domains/~lyricsin/thequiry/kunal-ghosh-demanded-the-arrest-of-shovon-who-was-associated-with-a-larger-conspiracy/

শুধুমাত্র ভোটার তালিকা নয়, নির্বাচনের প্রস্তুতি একেবারে সরেজমিনে খতিয়ে দেখবেন সুদীপ জৈন। সেইসঙ্গে আইনশৃঙ্খলার বিষয়েও খতিয়ে দেখবেন তিনি। একইসঙ্গে সাম্প্রতিক সময়ে ঘটে যাওয়া হিংসার ঘটনাবলীর রিপোর্ট জেলা প্রশাসনের থেকে খতিয়ে দেখবেন তিনি। রাজনৈতিক দলগুলির তোলা অভিযোগের পর এবারের নির্বাচনে আইন-শৃঙ্খলা একটি গুরুত্বপূর্ণ বিষয় হতে চলেছে। সেবিষয়ে কোনও দ্বিমত নেই।

সূত্রের খবর, নির্বাচনের আগে থেকেই রাজ্যে পাঠানো হতে পারে কেন্দ্রীয় বাহিনী। সেকারণেই তার আগে সমস্ত কিছু খতিয়ে দেখতে চান ডেপুটি নির্বাচন কমিশনার সুদীপ জৈন। সুদীপ জৈনের রিপোর্ট দেখেই রাজ্যে আসতে চলেছে নির্বাচন কমিশনারের অন্যান্যপ আধিকারিকরা।

সম্পর্কিত পোস্ট