রেল লাইনের ওপর উদ্ধার কর্ণাটক বিধান পরিষদের উপাধ্যক্ষ মৃতদেহ

দ্য কোয়ারি ওয়েবডেস্কঃ রেললাইনের ওপর উদ্ধার হল কর্ণাটক বিধান পরিষদের উপাধ্যক্ষ এসএল ধর্মগৌড়ার মৃতদেহ। সংবাদ সংস্থা এএনআই সূত্রের খবর, মঙ্গলবার সকালে চিকমাঙ্গালুরুর কাদুর এলাকায় মিলেছে মৃতদেহ। মৃতদেহের পাশে একটি সুইসাইড নোট পাওয়া গিয়েছে বলে পুলিশ সূত্রের খবর।

গত কয়েকদিন ধরেই সংবাদের শিরোনামে ছিলেন কর্ণাটকের বিধান পরিষদের ডেপুটি চেয়ারপার্সন এসএল ধর্মগৌড়া। অধিবেশন চলাকালীন তাকে টানাহেঁচড়া করার জন্য কংগ্রেস সদস্যদের বিরুদ্ধে অভিযোগ ওঠে। অশান্তি এড়াতে উপস্থিত হন বিধান পরিষদের চেয়রাপার্সন কেপি শেট্টি। তিনি এসে সভা মুলতুবী করে দেন।

আরও পড়ুনঃ মমতা তোমার দৃঢ়তা আমায় অপার শক্তি জোগাচ্ছে : অমর্ত্য সেন

সোমবার রাতে নিজের বাড়ি থেকে বেরিয়ে গিয়েছিলেন তিনি জেডিএস এর সদস্য। কিন্তু তিনি আর বাড়ি ফিরে আসেননি। এরপরেই পুলিশের দ্বারস্থ হন পরিবারের লোকেরা। মঙ্গলবার সয়াক্লে রেললাইনের পাশে তার মৃতদেহ উদ্ধার হয়। মৃতদেহের পাশ থেকে উদ্ধার হয় সুইসাইড নোট। তবুও সমস্ত দিক খতিয়ে দেখে তদন্ত শুরু করেছে পুলিশ।

 

ঘটনায় শোকপ্রকাশ করেছেন প্রাক্তন প্রধানমন্ত্রী এইচ ডি দেবেগৌড়া। ধর্মগৌড়ার মৃত্যুতে তিনি শোকাহত। তার মৃত্যুতে দলের বড় ক্ষতি হয়েছে বলে দাবী করেন তিনি। বিধান পরিষদের ঘটনা রেশ কাটতে না কাটতে কেন আত্মহত্যা করলেন ধর্মগৌড়া? উঠেছে প্রশ্ন।

 

শোক প্রকাশ করেছেন কর্ণাটকের প্রদেশ কংগ্রেস সভাপতি ডিকে শিবকুমার।

সম্পর্কিত পোস্ট