আগরতলায় পৌঁছে বিপ্লব দেব সরকারকে তীব্র আক্রমণ ডেরেকের, কিছুক্ষণের মধ্যে পৌঁছবেন কাকলি

দ্য কোয়ারি ওয়েবডেস্কঃ আগরতলায় পৌঁছলেন তৃণমূল সাংসদ ডেরেক ও’ব্রায়েন। কিছুক্ষণের মধ্যে পৌঁছবেন তৃণমূলের আর এক সংসদ কাকলি ঘোষ দস্তিদার। চাপ বাড়াতে আগামীকাল আগরতলা পৌঁছতে পারেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। বুধবার ত্রিপুরায় পৌঁছে গিয়েছে তৃণমূলের তিন প্রতিনিধিদল। তাতে রয়েছেন মন্ত্রী ব্রাত্য বসু,  মলয় ঘটক, ঋতব্রত এবং বন্দ্যোপাধ্যায়।

রবিবার থেকে ত্রিপুরায় হোটেল বন্দি হয়ে রয়েছে IPAC-র  ২৩ জনের একটি প্রতিনিধিদল। অভিযোগ একটি বেসরকারি হোটেলে আটকে রাখা হয়েছে তাদের। ত্রিপুরা পুলিশের বক্তব্য, করোনা পরীক্ষার জন্য ২৩ জনকে হোটেল থেকে বেরোতে নিষেধ করা হয়েছে। মঙ্গলবার রাতে ওই ২৩  জনের করোনা নেগেটিভ রিপোর্ট এলেও তাদের আরও একবার rt-pcr টেস্ট করানো হয়েছে বলে অভিযোগ করেছেন তারা।

দিল্লি থেকেই এই ঘটনার প্রতিবাদে সরব হয়েছেন সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়। এই মুহুর্তে রাজধানীতে রয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায়। তিনি বুধবার সাংবাদিক বৈঠকে ২৩ জনকে এক সঙ্গে হোটেলে বন্দী করে রাখার ঘটনা তুলে আনেন। গোটা ঘটনার নিন্দা করেছেন তিনি।  বুধবার সকালে তারই নির্দেশে রওনা দেন তৃণমূলের তিন প্রতিনিধি।

চীন সীমান্তের কাছে হাসিমারায় মোতায়েন রাফায়েল

ইতিমধ্যেই ঘটনাকে ঘিরে রাজনৈতিক উত্তাপ বাড়তে শুরু করেছে। ত্রিপুরার বিজেপি সরকারের কড়া নিন্দা করেন প্রাক্তন মুখ্যমন্ত্রী মাণিক সরকার। বুধবার আগরতলায় গিয়ে প্রশাসনের বাধার মুখে পড়তে ব্রাত্য বসুদের। ঘটনার প্রতিবাদে আগতলায় ব্যাপক মিছিল করে তৃণমূল।

প্রসঙ্গত সর্বভারতীয় রাজনীতিতে এই মুহুর্তে প্রাসঙ্গিক হয়ে উঠছে তৃণমূল। এরপর তারা সর্বভারতীয় রাজনীতিতে পা রাখার রণকৌশল বাতলাতে শুরু করেছেন। তাদের লক্ষ্য ২০২৪ এর আগেই বিজেপির সাঁকো নড়িয়ে দেওয়া। সে দিক থেকে দেখতে গেলে লোকসভার আগেই রয়েছে ত্রিপুরা, উত্তরপ্রদেশের মোট দুই রাজ্যের বিধানসভা নির্বাচন। তাই এই দুই রাজ্যের তৃণমূলের তৎপরতা চোখে পড়ার মতো।

সম্পর্কিত পোস্ট