‘অহংকারের হার, ঔদ্ধত্য থেকে হাঁটু গেড়ে বসতে বাধ্য হয়েছে’ : ডেরেক ও ব্রায়েন

দ্য কোয়ারি ওয়েবডেস্কঃ অবশেষে কৃষকদের কাছে নতিস্বীকার। কৃষি আইন প্রত্যাহার করার কথা ঘোষণা করলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। তার এই পদক্ষেপ রাজনৈতিক মাস্টারস্ট্রোক নাকি আন্দোলনের সামনে মাথা নত,  তা নিয়ে শুরু হয়ে গিয়েছে তর্ক বিতর্ক।

ইতিমধ্যেই কেন্দ্রের এই সিদ্ধান্তকে নিজেদের জয় বলে মানতে শুরু করে দিয়েছেন বিরোধীরা। কৃষি আইন প্রত্যাহারের সিদ্ধান্তের পরই টুইট করেছেন রাহুল গান্ধী থেকে ডেরেক ও’ব্রায়েন।

টুইট করে দিন রাহুল গান্ধী জানিয়েছেন , ‘সত্যাগ্রহের মাধ্যমে দেশের অন্নদাতারা তাঁদের মাথা ঝুঁকিয়ে দিলেন, যাঁরা ঔদ্ধত্যে পরিপূর্ণ ছিলেন। অন্যায়ের বিরুদ্ধে এই জয়ে সবাইকে শুভেচ্ছা। জয় হিন্দ, জয় কিষাণ!’ ডেরেক ও’ব্রায়েন ট্যুইট করে জানিয়েছেন ‘অহংকারের হার। ঔদ্ধত্য থেকে হাঁটু গেড়ে বসতে বাধ্য হয়েছে।’

২০২০ সালের অগাস্ট মাস থেকে শুরু হয়েছিল আন্দোলন। কেন্দ্রীয় সরকারের ৩ কৃষি আইনের বিরোধিতায় উত্তরপ্রদেশ, হরিয়ানার কৃষকরা বিক্ষোভ শুরু করেছিলেন। যার ফলে প্রায় ১১ মাস ধরে কার্যত বন্ধ ছিল রাজধানী দিল্লির সীমান্ত।

কৃষকদের একটাই দাবি ছিল, এই ৩ কৃষি আইন প্রত্যাহার করুক সরকার। প্রথমেই রাজি হয়নি কেন্দ্র। তারপর কৃষকদের সঙ্গে একের পর এক বৈঠক হয়। কিন্তু সমস্যার সমাধান হয়নি। এর প্রায় এক বছর বাদে শুক্রবার গুরুনানকের জন্মদিনের দিন ৩ কৃষি আইন প্রত্যাহারের কথা ঘোষণা করলেন নরেন্দ্র মোদি। তাঁর এই ঘোষণার পর রাজনৈতিক মহলের অনেকেই টুইট করে নিজেদের বক্তব্য জানিয়েছেন।

সম্পর্কিত পোস্ট