মুখ্যমন্ত্রীর ঘোষণা সত্ত্বেও মিলছে না রেশন, বিক্ষোভে শামিল আমজনতা
দ্য কোয়ারি ওয়েবডেস্কঃ রেশন হয়রানির স্বীকার হয়ে মালদা জেলা খাদ্য দফতরের আধিকারিকদের ঘেরাও করে বিক্ষোভ শামিল হন আমজনতা।
যেখানে মুখ্যমন্ত্রী ঘোষনা করেছেন এই অবস্থায় গ্রাহকেরা রেশন কার্ড না থাকলেও রেশন পাবে, সেখানেই পুরনো রেশন কার্ড থাকলে রেশন দিতে চাইছেন না দোকান মালিকরা।
আর নিয়ে স্থানীয় প্রশাসনকে জানিয়েও কোন ফল না হওয়ায় এদিন মালদা শহরের রথবাড়ি এলাকায় খাদ্য দপ্তর ঘেরাও করে বিক্ষোভ দেখান সাধারণ মানুষ।
আরও পড়ুনঃ আমেরিকার ৫০টি স্টেটেই ‘বিপর্যয়’ ঘোষণা ট্রাম্প সরকারের
দেশজুড়ে চলছে লকডাউন। ফলে বন্ধ কাজকর্ম। সংসার চালাতে হিমশিম খাচ্ছেন বহু মানুষ। এমতাবস্থায় রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দোপাধ্যায় ঘোষণা করেছেন সকলকে রেশন দেওয়া হবে। সেই মতো মানুষেরা রেশন নিতে রেশন দোকানে হাজির হয়।
গ্রাহকদের পক্ষ থেকে অভিযোগ করা হয় যাদের কাছে নতুন রেশন কার্ড আছে তাদেরকেই একমাত্র রেশন দেওয়া হচ্ছে। বাকিদের রেশন দেওয়া হচ্ছে না।
রেশন পেতে হলে খাদ্য দপ্তর থেকে লিখিত চিঠি নিয়ে আসতে হবে হবে বলে রেশন দোকান মালিকেরা জানিয়েছেন বলে অভিযোগ। এই পরিস্থিতিতে রেশন ডিলারদের এহেন ব্যবহারে চরম দুর্বিপাকে পড়েছে মালদা জেলার বহু রেশন গ্রাহক।
খাদ্য দফতরের আধিকারিক রাজদীপ মেহেতা জানান, যাদের রেশন নতুন কার্ড রয়েছে তাদেরকে রেশন দেওয়া হচ্ছে। আর যেগুলো আবেদন করা হয়েছে সেই সময় তাদেরকে একটি কাগজ দেওয়া হয়েছিল। সেই কাগজ দেখালে তাদেরকে রেশন দেওয়া হবে। আর যাদের নেই তাদের কেজিআর দেওয়া হবে। কোন কোন ক্ষেত্রে প্রক্রিয়াগত ভুল বা ডেটা এনট্রিতেও ভুল হতে পারে সেই দিকটাও ভেবে দেখছি।