চুপচাপ দল বদলের তালিকায় নেই দেব, টুইটারে স্পষ্ট করলেন রাজনৈতিক অবস্থান

দ্য কোয়ারি ওয়েবডেস্কঃ ৭ ফেব্রুয়ারি হলদিয়ায় দুটি প্রকল্পের শিলান্যাস করবেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। সেই অনুষ্ঠানে উপস্থিত থাকার কথা অধিকারী পরিবারের দুই সদস্য শিশির অধিকারী এবং দিব্যেন্দু অধিকারীর। একইসঙ্গে আমন্ত্রণ জানানো হয়েছে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে এবং তৃণমূল সাংসদ ও অভিনেতা দেবকে।

আমন্ত্রণ পত্রের খবর প্রকাশ্যে আসতেই পালাবদলের রাজনীতিতে রাতারাতি ছড়িয়ে পড়ে দলবদলে তালিকায় রয়েছেন দেব ওরফে দীপক অধিকারী।

টুইটারের মাধ্যমে দেবকে মেনশন করে সংসদ সৌমিত্র খাঁ লেখেন, হলদিয়ায় মোদীর সাথে একই মঞ্চে থাকবেন দেব আর শিশির অধিকারী! শোরগোল রাজ্য রাজনীতিতে।

প্রশ্ন ওঠে তাহলে কি এবার চুপচাপ দলবদল এর তালিকায় নাম লেখাতে চলেছেন দেবও?

বনসহায়ক পদ নিয়ে কারসাজি করেছে, বিজেপিতে গিয়ে বড় বড় কথা বলছে- মমতার নিশানায় রাজীব

যদিও তড়িঘড়ি সৌমিত্রকে মেনশন করে টুইটারে এর পাল্টা জবাব দিয়েছেন দেব।

জানিয়ে দিয়েছেন তিনি অনুষ্ঠানে উপস্থিত থাকতে পারবেন না। একইসঙ্গে বিধানসভা নির্বাচনে তিনি যে তৃণমূলের হয়ে প্রচারে খুব শীঘ্রই নামবেন সে কথা স্পষ্ট করে দিয়েছেন তিনি।

তবে ওই মঞ্চে অধিকারী পরিবারের দুই সদস্যের উপস্থিতি নিয়ে জোরালো জল্পনা শুরু হয়েছে। ইতিমধ্যেই একদিনে একসঙ্গে জেলার আটটি হাসপাতালে রোগী কল্যাণ সমিতির চেয়ারম্যান পদ থেকে ইস্তফা দিয়েছেন তমলুকের সংসদ দিব্যেন্দু অধিকারী। ছেড়েছেন স্বাস্থ্য দপ্তর মনোনীত সরকারি প্রতিনিধির পদ।

অন্যদিকে শুভেন্দু অধিকারী জানিয়েছিলেন তৃণমূলের আক্রমণের জবাবে রামনবমী এবং বাসন্তী পুজো আগে শান্তিকুঞ্জ পদ্ম ফুটবে। পদ্ম ফুটবে হরিশ চ্যাটার্জি স্ট্রিটে অভিষেকের বাড়িতেও। যা নিয়ে তুমুল জল্পনা তৈরি হয়।

তবে অবশ্য অধিকারী পরিবারের বর্ষীয়ান সদস্য তথা তৃণমূল সাংসদ শিশির অধিকারী যে ছেলেদের বিপক্ষে যাবেন না সে কথা আগেই স্পষ্ট করে দিয়েছেন।

রাজনৈতিক মহলের মতে এরপর আর জল্পনার কোন অবকাশ থাকে না। কারণ রাজ্য সরকার ইতিমধ্যে ধরেই নিয়েছে সাংসদ দিব্যেন্দু অধিকারি এবং শিশির অধিকারী দুজনেই খুব শীঘ্রই দলবদল করতে চলেছেন। সেই মোতাবেক প্রয়োজনীয় প্রস্তুতি ও তারা শুরু করে দিয়েছেন।

সম্পর্কিত পোস্ট