খেলা হবে উন্নয়নের, খেলা হবে শান্তির, ৪৪ বছরের অপশাসনে পিছিয়ে গিয়েছে বাংলা- আক্রমণ প্রতিরক্ষা মন্ত্রীর
দ্য কোয়ারি ওয়েবডেস্কঃ বঙ্গে ঘোষণা হয়ে গিয়েছে নির্বাচনে নির্ঘণ্ট। একইসঙ্গে লাগু হয়ে গিয়েছে নির্বাচনের আদর্শ আচরণ বিধি। এবার খেলা হবে স্লোগান শোনা গেল দেশের প্রতিরক্ষা মন্ত্রী রাজনাথ সিংয়ের গলাতেও।
বালুরঘাটে বিজেপির বিজেপির পরিবর্তন যাত্রায় অংশ নিতে দিল্লি থেকে বালুরঘাটে এসেছিলেন প্রতিরক্ষামন্ত্রী। যাত্রায় অংশ নেওয়ার আগেই বালুরঘাট হাই স্কুল ময়দানে পরিবর্তন যাত্রা কে কেন্দ্র করেই একটি জনসভার আয়োজন করা হয়েছিল।
সেখানেই রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে হুঁশিয়ারি দিয়ে রাজনাথ সিং বলেন, হ্যাঁ খেলা হবে। নিশ্চয়ই খেলা হবে। আমরাও সেই খেলা খেলবো। তবে সেই খেলা হবে উন্নয়নের ও শান্তির।
মমতা বন্দ্যোপাধ্যায়কে নিশানা করে রাজনাথ সিং বলেন, এই রাজ্যকে পুলিশের রাজত্বে পরিণত করে ফেলেছেন আপনি। শাসক হয়েছেন কিন্তু রাজ্য চালাতে গেলে শাসক হওয়া যায়না। সেবক হতে হয়। অহংকার করে সরকার চালানো যায় না বলেও মুখ্যমন্ত্রীকে কটাক্ষ করেন তিনি।
তাঁর প্রশ্ন, রাজনীতি কী কেবল সরকার গড়ার জন্য? দেশের প্রতিরক্ষা মন্ত্রীর জবাব, আমরা রাজনীতি করি দেশ এবং সমাজের জন্য। আধঘণ্টার আক্রমণাত্মক ভাষণে শুরু থেকে শেষ পর্যন্ত দুর্নীতি, হিংসা, তোলাবাজি, কাটমানি সহ একাধিক প্রসঙ্গে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে আদ্যোপান্ত নিশানা করেছিলেন প্রতিরক্ষামন্ত্রী।
২৭ মার্চ থেকে ৮ দফায় বঙ্গযুদ্ধ, বাড়তি সতর্কতা করোনায়
তিনি বলেন তোলাবাজ, কাটমানি এ সমস্ত শব্দ আগে কখনো শুনিনি। একই সঙ্গে তিনি মমতা বন্দ্যোপাধ্যায়কে বার্তা দিয়ে বলেন একের পর এক পরিবর্তন যাত্রা সভায় যেভাবে মানুষ ভিড় জমাচ্ছেন তাতে মমতা বন্দ্যোপাধ্যায়ের চলে যাওয়ার সময় এসে গিয়েছে। ক্ষমতায় এলে বিজেপির সোনার বাংলা গড়বে বলেও এ দিন জানান প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিং।
প্রসঙ্গত, কয়েকদিন আগেই মুখ্যমন্ত্রী ত্রিপুরায় বিজেপি শাসন নিয়ে প্রাক্তন মুখ্যমন্ত্রী মানিক সরকারের বক্তব্য টেনে এনে সমালোচনা করেছিলেন বিজেপির। এদিন সেই জবাবে পাল্টা উত্তর দিলেন রাজনাথ সিং।
একই সঙ্গে মমতা বন্দ্যোপাধ্যায়কে নিশানা করে তিনি প্রশ্ন করেন বিজেপির ১৩০ জন কার্যকর্তা যে খুন হয়েছে সেই দায় কার? এরাজ্যে কেন আইন শৃঙ্খলা সঠিকভাবে রক্ষা করা হয় না? আপনি ১১ বছর এবং ৩৪ বছর ধরে বামেরা মোট ৪৪ বছর ধরে বাংলাকে শাসন করে অন্যান্য রাজ্যের থেকে বাংলাকে পিছিয়ে দিয়েছেন।
রাজনৈতিক মহলের মতে, রাজনীতির আঙিনায় কান পাতলেই শোনা যায় মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে রাজনাথ সিংয়ের সুসম্পর্কের কথা। কিন্তু এদিন বালুরঘাটে পরিবর্তন যাত্রার জনসভায় তিনি যেভাবে মুখ্যমন্ত্রীকে নিশানা করে একের পর এক শব্দ বাণ ছুঁড়ে দিলেন তাতে মনে করা হচ্ছে এ রাজ্য সরকার গঠনে মরিয়া হয়ে উঠেছে বিজেপি।
তবে আদৌ ভোট বাক্সে ফলাফল কোন পক্ষে যায় সেটা ২ মে পরিষ্কার হয়ে যাবে।