মাওবাদী কার্যক্রম পর্যালোচনা জঙ্গলমহলের বৈঠকে ডিজি
দ্য কোয়ারি ওয়েবডেস্কঃ ঝাড়গ্রামে পুলিশ অফিসারদের নিয়ে এক উচ্চ পর্যায়ের বৈঠক করেছেন ডিজি বীরেন্দ্র। সেখানে এডিজি পশ্চিমাঞ্চল আইজি বাঁকুড়া ঝাড়গ্রামের অতিরিক্ত পুলিশ সুপার পুলিশ সুপার বাঁকুড়ার এসপি এবং বেলপাহাড়ীর ডিএসপি উপস্থিত ছিলেন বলে জানা গিয়েছে।
সূত্রের খবর দীর্ঘক্ষন ধরে পুলিশ আধিকারিকদের ওই বৈঠক হয়। জঙ্গলমহলে মাওবাদী আতঙ্ক ফের শুরু হতেই রাজ্য পুলিশ প্রশাসন বৈঠক করলো।
বেশ কিছুদিন ধরেই বিভিন্ন জায়গায় পোস্টারে হুমকি পর্যটকদের কাছ থেকে ফোন ছিনিয়ে নেওয়া সহ একাধিক ঘটনায় মাওবাদী আতঙ্ক শুরু হয়েছে।
সম্প্রতি বেলপাহাড়ীতে মাওবাদীদের পোস্টারে রাস্তার কাজ বন্ধ করার জন্য লেখা ছিল ঠিকাদার সৌরভ রায় রাস্তার কাজ বন্ধ করুন। এলাকার বিভিন্ন জায়গায় গাড়িতে স্থানীয় দোকানে সমস্ত জায়গায় এই পোস্টারগুলো লাগানো ছিল।
http://sh103.global.temp.domains/~lyricsin/thequiry/surveillance-allegation-raj-bhavan-wants-transfer-of-five-workers/
এছাড়াও বেলপাহাড়ীর ঢাঙ্গিকুসুমে একদল পর্যটক এর কাছ থেকে ৭ জন সশস্ত্র মাওবাদী তাদের মোবাইল ফোন ছিনিয়ে নেয় বলে জানা গিয়েছে। মাওবাদীরা স্বাধীনতা দিবসের দিন কালা দিবসের ডাক দিয়ে পোস্টার দিয়েছিল।
জঙ্গলমহলে মাওবাদী কার্যকলাপ শুরু হচ্ছে বলে মনে করা হচ্ছে। বেশ কয়েক দিনে ঝাড়গ্রামের বেলপাহাড়ি এলাকায় এমন কিছু ঘটনা ঘটেছে যে কারণে মাওবাদী কার্যকলাপ বৃদ্ধি পাওয়ার সম্ভাবনা উসকে দিয়েছে। এরপর জরুরী ভিত্তিতে পুলিশের আধিকারিকদের সঙ্গে বৈঠক করলেন রাজ্য পুলিশের ডিজি।