ভোট পরবর্তী হিংসা খতিয়ে দেখতে বিভিন্ন জায়গায় যাবেন ধনকর
দ্য কোয়ারি ওয়েবডেস্ক- রাজ্যে ভোট পরবর্তী হিংসা নিয়ে আগেই সরব হয়েছিলেন রাজ্যপাল জগদীপ ধনকর। এবার আরও এক ধাপ এগিয়ে তিনি জানিয়ে দিলেন, তিনি হিংসা কবলিত এলাকায় যাবেন।
তিনি বলেন, “ভোট পরবর্তী হিংসা উদ্বেগজনক। ডিজিপি ও সিপির কাছে রিপোর্ট চেয়েছিলাম। রিপোর্ট দেওয়া হয়নি। আমি হিংসা কবলিত এলাকায় যাব। মানুষের আত্মবিশ্বাস ফেরাতে হবে। দোষীদের উপযুক্ত শাস্তি দিতে হবে।”
রাজ্যে বিধানসভা নির্বাচনে ফল বেরনোর পর থেকেই বিভিন্ন জায়গায় হিংসার অভিযোগ উঠছে। মারধর, খুনের অভিযোগ, বাড়ি ভাঙচুর… বাদ যাচ্ছে না কিছুই। কোথাও আক্রান্ত তৃণমূল। কোথাও বিজেপি। ভোটের ফল প্রকাশের পর থেকেই রাজ্যের বিভিন্ন অংশে চলছে বিক্ষিপ্ত অশান্তি।
নবান্ন থেকেই বিধানসভার উপাধ্যক্ষ ও শাসক দলের মুখ্য সচেতকের নাম ঘোষণা মমতার
প্রসঙ্গত সোমবার মন্ত্রীসভার শপথ অনুষ্ঠানের পরই সাংবাদিক বৈঠক করেন ধনকর। তিনি অভিযোগ করেন, রাজ্যের আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে তাঁকে অন্ধকারে রাখা হচ্ছে। প্রশাসন তাঁকে কোনও রিপোর্ট দিচ্ছে না। আর তাই সাংবিধানিক কর্তব্য মেনে অশান্ত এলাকাগুলিতে তিনি নিজে পরিদর্শনে যাবেন বলেও জানান রাজ্যপাল।
নির্বাচনের পর থেকেই সামগ্রিক পরিস্থিতির উপর নজর রাখছেন রাজ্যপাল। মুখ্যমন্ত্রীর শপথ গ্রহণের দিন ভোট-পরবর্তী অশান্তি নিয়ে সরব হয়েছিলেন তিনি। মুখ্যমন্ত্রীও অশান্তির ঘটনায় কড়া ব্যবস্থার আশ্বাস দেন। তার পরেও তাঁর আক্রমণ থানেনি। এদিন আরও একধাপ এগিয়ে রাজ্যপাল অশান্ত এলাকা পরিদর্শনের বার্তা দিলেন।